বজ্র-বিদ্যুৎ সহ মুষুল ধারে বৃষ্টি, ভেসে গেল কলকাতা লিগের ইস্টবেঙ্গল-এরিয়ান ম্যাচ
কলকাতা লিগে সম্ভবত লাল-হলুদের ভাগ্য বিশেষ সঙ্গে দিচ্ছে না। প্রথম ম্যাচে খিদিপুরের বিরুদ্ধে কোনও মতে ড্র করে হারের লজ্জার হাত থেকে বেঁচেছে ইস্টবেঙ্গল। আর বুধবার ভেস্তে গেল এরিয়ানের বিরুদ্ধে ম্যাচটিও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য নৈহাটিতে বাতিল করা হল ইস্টবেঙ্গল-এরিয়ান ম্যাচ।
তবে জানা গিয়েছে, এ দিন ম্যাচটি করা সম্ভব না হলেও, পুজোর পরেই ইস্টবেঙ্গল-এরিয়ান ম্যাচটি হবে। এর আগে বাতিল হয়ে গিয়েছিল মহমেডান-ভবানীপুর ম্যাচ। অর্থাৎ পুজোর আগে আর কলকাতা লিগের সুপার সিক্স পর্বের কোনও খেলা নেই।
আরও পড়ুন: লাল-হলুদের নিরাশ করার দিনে এরিয়ানকে ৩-০ উড়িয়ে কলকাতা লিগে যাত্রা শুরু মহমেডানের
বুধবার সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে নামার কথা ছিল লাল হলুদের। কিন্তু খেলা শুরু হওয়ার ঠিক আগে থেকে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি শুরু হয়। এ দিকে ফিফার নিয়ম অনুযায়ী, বাজ পড়লে কোনও ভাবেই খেলা শুরু করা যাযবে না। অর্থাৎ ৩টে পর্যন্ত অপেক্ষা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়ার কিঞ্চিৎ উন্নতি সত্ত্বেও খারাপ আলোর কথা ভেবেই ম্যাচ পরিত্যক্ত করেন রেফারি।
আসলে ম্যাচ সাড়ে তিনটে থেকে শুরু করা হলে, সেটা শেষ হতো প্রায় সাড়ে পাঁচটা নাগাদ। মেঘ করে থাকায় ততক্ষণে আলো কমে যাওয়ার সম্ভাবনা ছিল। মূলত সেই কারণেই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন রেফারি।
আরও পড়ুন: কলকাতা লিগেও গোল না করার রোগটা থেকেই গেল ইস্টবেঙ্গলের, ড্র করে দিতে হল খেসারত
কলকাতা লিগে মূলত রিজার্ভ দলকেই খেলাচ্ছে ইস্টবেঙ্গল। একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে কলকাতা লিগের জন্য আলাদা দল করেছে লাল-হলুদ। দলে যেমন অভিজ্ঞ ফুটবলার নেই, তেমনই বিদেশীরাও খেলছেন না। যে কারণে তরুণদের সামনে নিজেদের প্রমাণ করার বড় চ্যালেঞ্জ রয়েছে। এমন কী ইস্টবেঙ্গলের এই দলের কোচ হিসেবে উপস্থিত থাকছেন বিনো জর্জ।
এ দিকে খিদিপুরের সঙ্গে ড্র করার পরে এরিয়ান ম্যাচে জয়ে ফিরতে মরিয়া ছিলেন লাল হলুদ তারকারা। কিন্তু নৈহাটির মাঠে পর্যাপ্ত জল নিকাষি ব্যবস্থা থাকলেও, শেষ পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি।
For all the latest Sports News Click Here