বজরঙ্গীর রেকর্ড ভেঙে এগিয়ে গেল পাঠান, বক্সঅফিসে নয়া নজির
ফের নয়া রেকর্ড পাঠানের। বজরঙ্গী ভাইজানের রেকর্ডকে ভাঙচুর করে এগিয়ে গেল পাঠান। বলিউডের বাকি দুই খানের দুই ছবির রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড গড়ল শাহরুখের পাঠান। আমির খানের সিক্রেট সুপারস্টার এবং সলমন খানের বজরঙ্গী ভাইজানের সর্বকালীন আয়কে ছাপিয়ে গেল শাহরুখ খানের পাঠান।
এটি পঞ্চম সব থেকে বেশি ব্যবসা করা ভারতীয় ছবি হয়ে উঠল। বিশ্বজুড়ে পাঠানের মোট আয় এখন ৯৪৬ কোটি টাকা। এমনটাই জানিয়েছে যশ রাজ ফিল্মস। পাঠান ছবির আগে এখনও আছে এসএস রাজামৌলির ছবি আরআরআর, বাহুবলী ২: দ্য কনক্লুশন, কেজিএফ চ্যাপ্টার ২ এবং দঙ্গল। উল্লিখিত ছবিগুলোর মধ্যে প্রথম চারটি দক্ষিণী ছবি, একটি কেবল বলিউডের।
পাঠান ছবির গল্প আবর্তিত হয়েছে নাম ভূমিকায় থাকা শাহরুখকে ঘিরে। এখানে তাঁকে একজন র-এর এজেন্টের চরিত্রে দেখা গিয়েছে। তাঁর প্রতিপক্ষ হিসেবে জন আব্রাহামকে দেখা গিয়েছে। তাঁর চরিত্রের নাম জিম। তিনি প্রাক্তন ভারতীয় সেনা জওয়ান তথা খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন এখানে। অন্যদিকে দীপিকা পাড়ুকোন আছেন মুখ্য মহিলা চরিত্র হিসেবে। এছাড়া ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানাকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে এই ছবিতে।
সোমবার, ১৩ ফেব্রুয়ারি যশ রাজ ফিল্মসের তরফে টুইট করে জানানো হয় পাঠান সব থেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবি হিসেবে রেকর্ড গড়ল। বিশ্বজুড়ে এটি ৯৪৬ কোটি টাকার ব্যবসা করেছে। বর্তমানে এই ছবিটি ভারতের ৫৮৮ কোটি টাকা এবং আন্তর্জাতিক মঞ্চে ৩৫৮ কোটি টাকা আয় করেছে।
যশ রাজ ফিল্মসের যে স্পাই ইউনিভার্স আছে সেটার চতুর্থ ছবি হল পাঠান। এর আগে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় এবং ওয়ার মুক্তি পেয়েছে। প্রথম দুটি ছবিতে টাইগারের চরিত্রে সলমনকে এবং ওয়ার ছবিতে কবীরের চরিত্রে হৃতিককে দেখা গিয়েছিল।
For all the latest entertainment News Click Here