বজরংবলীর ভাষা শুনে লঙ্কাকাণ্ড! হুমকির মুখে চিত্রনাট্যকারকে নিরাপত্তা দেবে পুলিশ
‘আদিপুরুষ’ ছবির সংলাপ নিয়ে বিতর্ক অব্যাহত। ছবি মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের মুখোমুখি হচ্ছেন আদিপুরুষের চিত্রনাট্যকার মনোজ মুনতাশির শুক্লা। এমনকি হুমকিও মিলেছে বলে অভিযোগ। চাপের মুখে পড়ে চিত্রনাট্যকার মনোজ এবং পরিচালক ওম রাউত ছবির সংলাপ বদলের প্রতিশ্রুতি দেওয়ার পরও লাভ হয়নি। অগত্যা আতঙ্কিত হয়ে মুম্বই পুলিশের কাছ থেকে নিরাপত্তা চেয়েছিলেন চিত্রনাট্যকার মনোজ মুনতাশির শুক্লা। অবশেষে তাঁর সেই আবেদনে মুম্বই পুলিশের তরফে সম্মতি মিলল।
মুনতাশির শুক্লার হুমকি পাওয়ার অভিযোগ, পুলিশি নিরাপত্তার দাবি নিয়ে মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন। এছাড়াও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে চিত্রনাট্যকারকে।
আরও পড়ুন-‘কখনও কোনও লবিতে ছিলাম না, তাই যৌন হেনস্থার ঘটনাতেও কাউকে পাশে পাইনি’, ফের সরব স্বস্তিকা
আরও পড়ুন-রান্নাটা বিশেষ পারি না, তবে বাসন মাজতে বেশ ভালোবাসি’, অকপট স্বস্তিকা
আরও পড়ুন-‘নিজের ভাইয়েরা আমাকে অশালীন শব্দে আক্রমণ করছেন, সংলাপ বদলে দেব’, চাপের মুখে জানালেন চিত্রনাট্যকার মনোজ
এদিকে ‘আদিপুরুষ’ ছবি দেখার জন্য দর্শকদের মধ্যে যে পরিমাণ উৎসাহ ছিল, ছবি মুক্তির পর বিতর্ক ততটাই তীব্র হয়েছে। ছবি ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে আগুন জ্বলেছে। সোমবারই এই ছবি ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে লখনউ। চিত্রনাট্যকার মনোজ মুনতাশির শুক্লার কুশপুতুল দাহ করা হয়। ঘটনাস্থলে পুলিশ নামাতে হয় উত্তরপ্রদেশ প্রশাসনকে।
এদিকে আদিপুরুষ ছবি নিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানিয়েছেন, ‘এই ছবি ঘিরে যে হিংসার সৃষ্টি হয়েছে, তা ইতিমধ্যেই CBFC লিপিবদ্ধ করে রেখেছে। আদিপুুরুষ যদি মানুষের ভাবাবেগে আঘাত করে, তা বরদাস্ত করব না। নির্মাতারা ইতিমধ্যেই সংলাপ বদলের কথা জানিয়েছেন, আমিও নিজে ছবিটা দেখে নেব।’
কেন বিতর্ক?
‘আদিপুরুষ’ ছবিতে বজরংবলীর মুখে শোনা গিয়েছে ‘টাপুরি’ ভাষা। বজরংবলীকে বলতে শোনা গিয়েছে, ‘কাপড়া তেরে বাপ কা, আগ তেরে বাপ কী, তেল তেরে বাপ কা, জলেগি ভি তেরে বাপ কী’। আর এই সংলাপ শুনেই বেজায় চটেছেন এক শ্রেণির দর্শক। চাপের মুখে পড়ে ইতিমধ্যেই দ্রুত সংলাপ বদলের আশ্বাস দিয়েছেন চিত্রনাট্যকার ও নির্মাতারা।
For all the latest entertainment News Click Here