বজরংবলীর জন্য সংরক্ষিত আসন, ‘আদিপুরুষ’-রামকে দেখা যেতেই সিনেমাহলে ঢুকল বানর…
অবশেষে মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষিত ‘আদিপুরুষ’। মুক্তির আগে এমনই ঘোষণা করেছিলেন ছবির নির্মাতারা। তাঁদের তরফে ঘোষণা করা হয়েছিল, আদিপুরুষ যে সমস্ত সিনেমাহলে মুক্তি পাবে, তার প্রত্যেকটিতে একটি করে আসন বজরংবলির জন্য রাখা থাকবে। কারণ হিসাবে বলা হয়েছিল, ‘রামের সর্বশ্রেষ্ঠ ভক্ত মানা হয় হনুমানকে। মনে করা হয় রামায়ণ মঞ্চস্থ হলে হনুমানজি দেখতে আসেন। সেই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই বিশাল কর্মযজ্ঞ শুরু করেছিলাম। আর সেকারণেই এমন সিদ্ধান্ত।’
তবে এটা তো ছিল নির্মাতাদের ঘোষণা ও বিশ্বাস। তবে সত্য়িই বজরংবলি এসে আদিপুরুষ দেখবেন, এমনটা কেউ কখনও আশা করেছেন বলে মনে হয়না। এমন সিদ্ধান্ত নিয়ে কিছু নিন্দুকেরা হাসাহাসিও করেছিলেন। কিন্তু ‘আদিপুরুষ’ মুক্তির দিন এদেশেরই এক সিনেমাহলে যেটা ঘটল, তাতে অনেকেই চমকে উঠলেন। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা গেল, মাল্টিপ্লেক্সে দেখানো হচ্ছে আদিপুরুষ। আর সেখানেই ঢুকে পড়েছে এক বানর। সেই বানর এসে সংরক্ষিত আসনে বসলেন না ঠিকই, তবে সিনেমাহলের উপর একটি খোলা জায়গায় বসে উঁকি দিলেন। ঘটনাচক্রে পর্দায় তখন ‘রাম’ রূপে প্রভাসকে দেখা যাচ্ছিল। যা দেখে গোটা হল তখন উল্লাসে ফেটে পড়ল। অনেকেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুললেন। কেউ আবার সিটি বাজিয়ে বসলেন।
আরও পড়ুন-অক্ষয় হাঁটছেন, আর পিছন থেকে নজরদারি চালাচ্ছে ‘ড্রাগনের চোখ’, নেটপাড়া বলছে…
আরও পড়ুন-রাম-রাবণের অতি আধুনিকীকরণ যুদ্ধ যেন বানর ভার্সেস থ্যানোস! কেমন হল প্রভাসের ‘আদিপুরুষ’
আরও পড়ুন-প্রতি সিনেমাহলে একটি আসন রাখা হবে বজরংবলীর জন্য, বড় ঘোষণা ‘আদিপুরুষ’ নির্মাতাদের
নেটপাড়ায় ছড়িয়ে পড়া এই ভিডিয়ো ঘিরে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সেখানে অনেকেই ‘জয় শ্রীরাম’ লিখেছেন। আবার কেউ লিখেছেন, ‘একেই বলে বিশ্বাস’, কেউ আবার প্রশ্ন তুলে লিখেছেন, ‘বানর নিজের থেকে এসেছে, নাকি কেউ ঢুকিয়ে দিয়েছে!’
প্রসঙ্গত, আদিপুরুষ ছবিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, আর জানকীর ভূমিকায় কৃতি শ্যানন। আর রাবণের চরিত্রে দেখা গিয়েছে সইফ আলি খানকে। ইতিমধ্যেই এই ছবি ঘিরে গোটা দেশে উন্মাদনা তুঙ্গে। চড়া দামে বিকোচ্ছে টিকিট। ২০০০ টাকাতেও এই ছবির অগ্রিম টিকিট বিক্রি হওয়ার খবর মিলেছে।
For all the latest entertainment News Click Here