বছরের শুরুতেই জোড়া এলিমিনেশনের খাঁড়া! ট্রফির দৌড়ে টিকে থাকল বাংলার চার কন্যে?
নতুন বছরের শুরুতেই জোড়া ধাক্কা খেল ইন্ডিয়ান আইডল (Indian Idol 13) প্রেমীরা। গত দু- সপ্তাহ ধরে নো-এলিমেনশন উইকের পর একইদিনে দুই প্রতিযোগী বেরিয়ে গেল ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে। ধীরে ধীরে ফাইনালের দিকে এগিয়ে চলেছে ইন্ডিয়ান আইডল ১৩। আর রবিবারের এপিসোডের পর, ‘টপ ১০’ প্রতিযোগিদের মধ্যে থেকে ট্রফির দৌড়ে টিকে থাকল মাত্র আট জন। এই লড়াইয়ে কি বাংলার মেয়েরা এঁটে উঠল? সঞ্চারী সেনগুপ্ত ও অনুষ্কা পাত্র-র এলিমিনেশনের পর অনেকটাই হতাশ হয়ে উঠেছিল বাংলার গানপ্রেমীরা। তবে স্বস্তির খবর হল, ইন্ডিয়ান আইডল ১৩-র সেরা দশের পর সেরা আটেও জায়গা ধরে রাখল বাংলার চার কন্যে- সেঁজুতি দাস (Senjuti Das), সোনাক্ষী কর (Sonakshi Kar), দেবস্মিতা রায় (Deboshmita Roy) এবং বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)।
এলিমিনেট হল বিনীত ও কাব্য-
চার মাসের লম্বা সফর শেষে হতাশ হয়ে ইন্ডিয়ান আইডলের ট্রফি জয়ের দৌড় থেকে ছিটকে গেল বিনীত সিং এবং কাব্য লিময়ে। হ্যাঁ, দু-সপ্তাহ পরপর কোনও প্রতিযোগী শো থেকে এলিমিনেট হয়নি, তাই এইবার কড়া সিদ্ধান্ত নিল চ্যানেল। আগেভাগেই প্রতিযোগিদের জানিয়ে দেওয়া হয়েছিল নতুন বছরের সেলিব্রেশনের মাঝে ১লা জানুয়ারি কাউকে এলিমিনেট করা হবে না। তবে প্রতিযোগিদের প্রাপ্ত ভোট পরের সপ্তাহে সার্বিকভাবে হিসাব করা হবে। বিচারকদের বিচারে এই সপ্তাহে ‘বটম থ্রি’তে ছিল বিনীত সিং, কাব্য় লিময়ে এবং চিরাগ কোতওয়াল। অন্যদিকে দর্শকদের ভোট মেলানোর পর বিনীত সিং, কাব্য় লিময়ে শো থেকে বেরিয়ে গেল। অন্যদিকে বারবার ‘ডেঞ্জার জোন’-এ গিয়েও ফের একবার সুরক্ষিত চিরাগ।
কাব্যর এলিমিনেশন বিতর্ক-
কাব্য শো থেকে বেরিয়ে যাওয়ায় হতাশ ভক্তরা। নির্মাতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। কাব্যর মতো সুরেলা গায়িকাকে ‘ইচ্ছাকৃতভাবে’ বার করা হয়েছে বলে অভিযোগ অনেকের। ঋষি, শিবম, চিরাগদের চেয়ে অনেক ভালো গায়েকী কাব্যর।শুধু টিআরপি দেয় না বলে জোর করে বার করা হয়েছে কাব্য়কে, অভিযোগ ভক্তদের।
অতিথি হিসাবে হাজির ছিলেন পুনম ধিলোন ও জিনত আমান-
চলতি সপ্তাহে ইন্ডিয়ান আইডলের মঞ্চে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন হিন্দি সিনেমার দুই সুন্দরী নায়িকা পুনম ধিলোন এবং জিনত আমন। এই দুই নায়িকার ছবির গানেই জমে উঠেছিল ইন্ডিয়ান আইডলের আসর। নিজেদের পারফরম্যান্স দিয়ে পুনম ধিলোন এবং জিনত আমনের মন জিতে নিতে পুরোপুরি সফর প্রতিযোগিরা।
এক নজরে ইন্ডিয়ান আইডল ১৩-র সেরা ৮ প্রতিযোগী-
বাংলার সেঁজুতি দাস, সোনাক্ষী কর, দেবস্মিতা রায় এবং বিদিপ্তা চক্রবর্তীর পাশাপাশি সেরা ৮-এ রয়েছে ঋষি সিং, নবদীপ ওয়াডালি, শিবম সিং, ও চিরাগ কোতওয়াল।
For all the latest entertainment News Click Here