বছরের এই সময়ে অস্ট্রেলিয়ায় খেলেনি দল, প্রস্তুতির গুরুত্ব বুঝিয়ে বললেন অশ্বিন
শুভব্রত মুখার্জি: যে কোনও দেশের পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ নেওয়াটা ক্রীড়াবিদদের পারফরম্যান্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই যে দেশে প্রতিযোগিতার আসর বসে সেই দেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ক্রীড়াবিদরা আগেভাগেই সেই দেশে উপস্থিত হয়ে যান। ক্রিকেট খেলাটাও তার ব্যতিক্রম নয়। সামনেই অস্ট্রেলিয়াতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে অজিভূমের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই ভারতীয় সিনিয়র ক্রিকেট দল যে সেখানে এসে উপস্থিত হয়েছে সেকথা অকপটে জানিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।
সাংবাদিক সম্মেলনে অশ্বিন জানিয়েছেন ‘আমি মনে করি বিষয়টা খুব সহজ সরল। আইসিসি ইভেন্টের আর মাত্র দু’সপ্তাহ বাকি রয়েছে। টি-২০ বিশ্বকাপ একটা মার্কি ইভেন্ট। যতটা সম্ভব আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি। আমরা এখানে এসেছি পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। বছরের এই সময়টায় আমরা এর আগে কোনওদিন অস্ট্রেলিয়া সফরে যাইনি। সেই কারণে এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এখানকার পেস এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়াটাই আমাদের লক্ষ্য। দলে এমন অনেক সদস্য আছেন যারা এই পরিস্থিতিতে নতুন। তাদের এই পরিবেশে মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।’
অশ্বিনের মতে ‘যাই বলা বা করা হোক না কেন যে কোনও সফরের প্রথম দিকে অতিরিক্ত পরিশ্রম করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যতবার খুশি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সফরেই আসুন না কেন সফরের প্রথম দিকটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটা খেলার আগেই তোমাকে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে হবে। তোমাকে পরিবেশ পরিস্থিতির বিষয়ে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। বুঝতে হবে যে এই পরিস্থিতিতে কিভাবে খেলতে হবে।’ ১০ অক্টোবর ভারত, অস্ট্রেলিয়াতে তাদের প্রথম অনুশীলন ম্যাচ খেলেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ম্যাচে ১৩ রানে জয় পেয়েছে ভারত। ১৩ অক্টোবর ভারত তাদের দ্বিতীয় অনুশীলন ম্যাচ খেলবে। তারপরেই তারা ব্রিসবেনে উড়ে যাবে।
For all the latest Sports News Click Here