‘বগলে কে কামড়ায়’, জাহ্নবীর ফোটোশ্যুটের ভিডিয়োয় লাভ বাইট খুঁজে পেল নেটিজেনরা!
Janhvi Kapoor Viral Video: জাহ্নবী কাপুর এখন খবরে আছেন তাঁর আসন্ন ছবি ‘মিলি’ নিয়ে। ছবির প্রচারেও খুব ব্যস্ত তিনি। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার বেশ হিট। ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা। বনি কাপুরের প্রযোজনাতেই আসছে এই ছবি। যদিও দিন দুই ধরে জাহ্নবী খবরে আরও একটি কারণে। আর তা হল ‘লাভ বাইট’।
সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন শ্রীদেবী কন্যা। ‘মিলি’র প্রচারে কালোর মধ্যে সাদা লেস দেওয়া বডি হাগিং পোশাকে দেখা মিলেছিল জাহ্নবীর। এই পোশাকে একাধিক দুর্দান্ত ফটোশ্যুটের ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছিলেন ইতিমধ্যেই। তবে বিতর্ক দানা বাঁধে যখন ফোটোশ্যটের সময়কার একটা বিটিএস (বিহাইন্ড দ্য সিন) ভিডিয়ো শেয়ার করে নেন। তাতে নায়িকার বগলের কাছে দেখা যায় একটা দাগ। যা দেখে অনেকেই বলছেন এটা আসলে ‘লাভ বাইট’। ফলত যতটা না চর্চা হচ্ছে জাহ্নবীর সেক্সি লুক দেখে, তার থেকে বেশি চর্চায় এই ‘রহস্যময়’ দাগখানা।
জাহ্নবীর এই ভিডিয়োতে এক নেটনাগরিক মন্তব্য করলেন, ‘এটা কি লাভ বাইট? নাকি আমি ভুল ভাবছি!’ অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন. ‘আপনার বগলের কাছে একটি লাভ বাইট দেখতে পাচ্ছি। এটা কি ইচ্ছে করেই দেখাচ্ছেন নাকি সবার নজর এড়িয়েছে!’। আরেকজন কমেন্টে লিখেছেন- ‘আন্ডার আর্মে লাভ বাইট কে দেয় ভাই!’
প্রসঙ্গত জাহ্নবীর সিনেমা মিলি-র ট্রেলারের পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য-রোমাঞ্চ। নার্সিংয়ের স্টুডেন্ট, পাশাপাশি কাজ করে একটি রেস্তোরাঁতেও। আর হঠাৎই দেখা যায় হিমঘরে আটকে পড়েছে সে, যেখানের তাপমাত্রা মাইনাস ১৭-র কাছাকাছি। এদিকে বাইরে সবাই খুঁজছে তাঁকে। কীভাবে আটকে পড়ল সে। দুর্ঘটনা নাকি কোনও ক্রাইম এটা? আদৌ কি ছাড়া পাবে, ফিরতে পারবে বেঁচে? এরকমই হাজার প্রশ্নের উত্তর দেবে মিলি। থ্রিলারের পরিচালনায় জাতীয় পুরস্কার বিজয়ী মাথুকুট্টি জেভিয়ার। মালয়ালম ছবি ‘হেলেন’-এর রিমেক এই সিনেমা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মনোজ পাওয়া এবং ভিকির ভাই সানি কৌশল।
For all the latest entertainment News Click Here