বক্স অফিস কাঁপিয়ে ১০০ দিন ধরে উড়ছে দেবের প্রজাপতি, উচ্ছ্বসিত পরিচালক
বড়দিনের ছুটিতে মুক্তি পেয়েছিল প্রজাপতি। দেখতে দেখতে সেই ছবি ১০০ দিন পার করে ফেলল। বক্স অফিসে বিপুল সাড়া পেয়েছে দেবের প্রজাপতি। একদিন সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়ে এটি ১ জানুয়ারি। এখনও ভালোই ব্যবসা করছে এটি। এবার ১০০ দিনে গণ্ডি পেরোনোর পর প্রতিক্রিয়া জানালেন পরিচালক। একা পরিচালক অভিজিৎ সেন নন, অভিনেতা দেবও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
এর আগে দেবের টনিক ছবিটি ব্যাপক সাড়া পেয়েছিল। সেটির পরিচালকও ছিলেন অভিজিৎ সেন। এবার প্রজাপতি তো সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে। ছবি সাফল্য নিয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর থেকেও নাকি এই ছবির প্রযোজক অতনু রায় চৌধুরী বেশি আশাবাদী ছিলেন।
টনিক যখন মুক্তি পেয়েছিল তখন সেই ছবি একাধিক বিগ বাজেট ছবির সঙ্গে কড়া টক্কর দিয়েছিল। এবারও প্রজাপতি সমস্ত রেকর্ডকে ভেঙে গুড়িয়ে এক করে দিল। দর্শকদের মনে আনন্দের পাখনা মেলে যেন বাবা ছেলের গল্পের এই ছবি ডানা মেলে উড়ে বেড়াল। ছবির এই সাফল্যের বিষয়ে নিউজ ১৮ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘১০০ দিনের পরেও বহু হল হাউসফুল ছিল। ছবি ভালো ভাবে চললে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলোও মাথা তুলে দাঁড়াতে পারে। শুধু বাংলায় নয় ব্যাঙ্গালুরু, চেন্নাই, মহারাষ্ট্র, দিল্লিতেও হাউসফুল হয়েছে ‘প্রজাপতি’। তাই ছবি ভাল হলে এটা অন্তত বোঝানো যায় যে বাংলা ছবিও জনপ্রিয়তা পেতে পারে।’
টনিক বলুন বা প্রজাপতি দুই ছবিতেই সম্পর্কের নানা দিক তুলে ধরেছিলেন পরিচালক। আর দুই ছবিই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সাধারণ মানুষ কী পছন্দ করেন পর্দায় দেখতে সেটার একটা আন্দাজ তাঁর আছে। সেই বিষয়েই তিনি বলেন, ‘আমার মনে হয় চিত্রনাট্য খুবই গুরুত্বপূর্ণ। গল্প ভালো হলে দর্শকরা দেখবেন, তা টনিক আগেই প্রমাণ করে দিয়েছে। যে ছবি সকলের সঙ্গে বসে দেখা যায় এবং গল্পের সঙ্গে মানুষ সংযোগ স্থাপন করতে পারে, সেই ছবিই দর্শকদের কাছে প্রিয়।’
তবে এভাবে একটার পর একটা হিট ছবি উপহার দেওয়ায় তাঁর উপর চাপ বাড়ছে বলেই মনে করছেন পরিচালক। এখন এই ধারাকে অব্যাহত রাখাই হল তাঁর কাছে আসল চ্যালেঞ্জ।
For all the latest entertainment News Click Here