বক্স অফিসে ১ বিলিয়ন ডলার কালেকশনের পরেও থামছে না অবতার ২-এর গতি
মাত্র তিন সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের নতুন ছবি ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’। এখনও তেজী ঘোড়ার মতো বক্স অফিসে ছুটে চলেছে এই ছবি। মাঝে বড়দিনের ছুটির সপ্তাহ ঢুকে গিয়েছে। সবটা মিলিয়ে মাত্র তিন সপ্তাহে এই ছবিটি দারুন ব্যবসা করে ফেলল বিশ্বজুড়ে। এই সপ্তাহান্তে ছবিটি ৮.২৪ কোটি ডলারের ব্যবসা করে ফেলল। উত্তর আমেরিকায় এর ফলে ছবিটির মোট ইয়া গিয়ে দাঁড়াল ৪০ কোটি ডলার। অন্যদিকে বিশ্বজুড়ে এই ছবিটির মোট আয় হয়েছে ১৩০ কোটি ডলার।
মাত্র প্রথম দুই সপ্তাহে হাতে গোনা কয়েকটি ছবিই মাত্র ১০০ কোটি ডলারের গণ্ডি টপকাতে পেরেছে। আর তাদের অন্যতম হয়ে দাঁড়াল অবতার ২। অবতার ছবিটি বিশ্বজুড়ে ২৯০ কোটি ডলারের ব্যবসা করেছিল। ভেঙে ফেলেছিল সমস্ত রেকর্ড। ছবিটি ২০০৯ সালে মুক্তি পেয়েছিল। এরপর অনেকগুলি বছর পেরিয়ে গেছে। ২০২২ সালে এই ছবির দ্বিতীয় ভাগ, অবতার ২ মুক্তি পেল। আর সেই ছবি মুক্তি পেতেই মাত্র ২ সপ্তাহেই বিশ্বজুড়ে ১০০ কোটি ডলারের গণ্ডি পার করে ফেলল।
দ্বিতীয় স্থানে আছে পুস ইন দ্য বুটস: দ্য লাস্ট উইশ। এই ছবিটি আয় করেছিল ২ কোটি ২০ লাখ ডলার। এরপর আছে ব্ল্যাক প্যান্থার এর ওয়াকান্ডা ফরেভার। ছবিটি উত্তর আমেরিকায় ৬৫ লাখ ডলারের ব্যবসা করেছিল। চতুর্থ স্থানে আছে হুইটনি হাউজটন: আই ওয়ানা ডান্স উইথ সামবডি। এই ছবিটি আয় করেছিল ৫৪ লাখ ডলার।
১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের নতুন ছবি অবতার দ্য ওয়ে অব ওয়াটার। তবে শুধু বিদেশে নয়, প্রথম সপ্তাহান্তেই ভারতে দুর্দান্ত ব্যবসা করেছিল এই ছবি। এমনকী দ্বিতীয় সপ্তাহেও ভাল ফল করেছে এই ছবি, ইতিমধ্যেই ছবিটি ২০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে এই ছবি। এই ছবিতে নাভির জলের একটি নতুন জনজাতির দেখা মিলল, নাম মেটকানিয়া। ভারতে ছবিটি ইংলিশ, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছে।
For all the latest entertainment News Click Here