বক্স অফিসে সাড়া মিলতেই দেব দর্শনে সারা-ভিকি, পুজো দিলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে
২ জুন, গত শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে ভিকি কৌশল এবং সারা আলি খান অভিনীত ছবি ‘জারা হাটকে জারা বাচকে’। এই ছবি মুক্তির পরই ছবির দুই মুখ্য অভিনেতাকে সিদ্ধিবিনায়ক মন্দিরে যেতে দেখা যায় জুটি বেঁধে। সেখানে গিয়ে পুজো দেন তাঁরা। ছবিটি বক্স অফিসে মোটামুটি সাড়া পাচ্ছে। দর্শকদের থেকে সাড়া পাওয়ার পরই তাঁরা কৃতজ্ঞতা জানাতে মন্দিরে যান ঈশ্বর দর্শনে।
সোমবার, ৫ জুন ছবিটি ৪.৪২ কোটি টাকা আয় করে বক্স অফিসে। ফলে এখন। এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৬.৭৩ কোটি টাকায়।
এদিন অন স্ক্রিন কাপল, ভিকি এবং সারা দুজনেই সাদা রঙের পোশাক পরেছিলেন। সারার পরনে ছিল সাদা রঙের একটি চুড়িদার এবং ভিকি এদিন একটি সাদা রঙের কুর্তা, পায়জামা পরেছিলেন। তাঁদের গলায় মন্দিরের ওড়না দেখা যায়। দুজনে গিয়ে এদিন মন্দিরে পুজো দেন। সেখানে দাঁড়িয়ে ছবিও তোলেন।
এই ছবির বিষয়ে একটি কথা না বললেই নয়। ছবির নির্মাতাদের তরফে দর্শকদের আকর্ষিত করার জন্য রবিবার পর্যন্ত একটি বিশেষ অফার দেওয়া হয়েছিল। কী অফার? একটা টিকিট কিনলে একটা ফ্রি! হ্যাঁ, এই উপায়ে, এই অদ্ভুত টিকিট বিক্রির জন্য তাঁরা দর্শকদের থেকে বেশ ভালোই সাড়া পেয়েছে। আর তার ছাপ বক্স অফিসে দেখা যাচ্ছে। সেখানে মোটের উপর ভালোই ফল করেছে এই ছবি।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এই ছবির সাম্প্রতিক বক্স অফিস কালেকশন সবার সঙ্গে শেয়ার করে লেখেন, ‘জারা হাটকে জারা বাচকে ছবিটি তার নির্মাতাদের মুখের হাসি বজায় রাখল। এই প্রথম সোমবারে সে মোটেই নিরাশ করল না। সপ্তাহের প্রথম দিনেই বেশ ভালো ফল করল এই ছবি। শুক্রবার ছবিটি ৫.৪৯ কোটি, শনিবার ৭.৩০ কোটি, রবিবার ৯.৯০ কোটি এবং সোমবার ৪.১৪ কোটি টাকা আয় করেছে এই ছবি। ফলে সবটা মিলিয়ে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৬.৭৩ কোটি টাকায়।’
তিনি এদিন তাঁর পোস্টে আরও লেখেন। তাঁর কথায়, ‘আঞ্চলিক হল এবং সিঙ্গেল স্ক্রিনে এই ছবিটি বেশ ভালো চলছে। জাতীয় চেনের হলেও মোটামুটি ভালো সাড়া পাচ্ছে এটি। সোমবার ব্যবসা একটু কমেছে, কিন্তু যা হয়েছে সেটা মন্দ নয়।’
এই ছবির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। এই ছবির প্রেক্ষাপটে উঠে এসেছে ভারতের একটি মফঃস্বল শহরের কথা। সেখানে দেখা যাবে একটি বিবাহিত দম্পতি যাঁরা কোনও বিশেষ কারণে ভুয়ো ডিভোর্স পাওয়ার চেষ্টা করছে। এই বিবাহিত দম্পতির চরিত্রে দেখা যাচ্ছে ভিকি এবং সারাকে। এই ছবিতে প্রথম একসঙ্গে জুটি বাঁধলেন ভিকি এবং সারা।
For all the latest entertainment News Click Here