বক্স অফিসে মুখোমুখি বাঘা যতীন-দশম অবতার, সৃজিতের জন্য কী লিখলেন দেব
চলতি বছরের পুজোয় মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার। ২১ জুলাই থেকে এই ছবির শুটিং শুরু হল শহরের বুকে। তার আগে ২০ জুলাই লঞ্চ করল এই ছবির লোগো। প্রসঙ্গত পুজোর সময় এই ছবির টক্কর জমবে দেবের বাঘা যতীন, উইন্ডোজ প্রোডাকশন হাউজের রক্তবীজ এবং অরিন্দম শীল পরিচালিত মিতিন মাসি ছবিগুলোর সঙ্গে। তবে সৃজিতের এই নতুন ছবি দশম অবতারের ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবিকে নিয়ে ট্রোল এবং একই সঙ্গে তুলনা শুরু করেন দেবের ভক্তরা। এবার তাতে উত্তর দিলেন খোদ অভিনেতা।
দশম অবতার ছবিটি আদতে ২২ শ্রাবণ এবং ভিঞ্চি দার মিশেল। এখানে ২২ শ্রাবণের প্রবীর রায়চৌধুরী আছেন, আবার ভিঞ্চি দার বিজয় পোদ্দারও আছেন। তবে এটি আদতে ২২ শ্রাবণ ছবিটির প্রিক্যুয়েল। এখানে টলিউডের নামকরা সমস্ত তারকারা রয়েছেন। অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন অভিনয়ে। গানের দায়িত্বে আছেন অনুপম রায়, রূপম ইসলাম এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। ফলে জমাটি কিছু একটা যে তৈরি হতে যাচ্ছে সেটা স্পষ্ট। আর এই ছবির কথা প্রকাশ্যে আসার পরই একদিকে দেবের ভক্তরা অন্যদিকে সৃজিতের ভক্তরা শুরু করেছেন তুলনা।
দেব এবং দশম অবতারের তুলনা টেনে হবু ব্যোমকেশের ভক্তরা কেউ কেউ লিখেছেন, ‘দেবদাকে হারানোর জন্য গোটা ইন্ডাস্ট্রি এক হয়েছে।’ কেউ আবার লেখেন, ‘একদিকে গোটা ইন্ডাস্ট্রি, অন্যদিকে দেব একা।’ কিন্তু ভক্তরা যতই তুলনা টানুক না কেন দেব বন্ধুত্বপূর্ণ পথেই এগিয়েছেন।
দেব এদিন দশম অবতারের লোগো রিলিজের একটি ছবি শেয়ার করে টুইটারে লেখেন, ‘গোটা ইন্ডাস্ট্রি। এবার এটা বড় কিছু হতে চলেছে। এটার জন্য ভীষণই অপেক্ষা করে আছি। আমার পছন্দের সব মানুষরা একসঙ্গে।’
প্রসঙ্গত দেব অভিনীত ব্যোমকেশ ও দুর্গ রহস্য ছবিটি আগামী ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে। এই ছবি নিয়ে একটা সময় দেব সৃজিত লড়াই তুঙ্গে ছিল। কারণ সৃজিতের পরিচালনা করার কথা ছিল এই ছবি। কিন্তু তিনি দেব নয়, ব্যোমকেশ হিসেবে অনির্বাণকে চেয়েছিলেন। সেটা না হওয়ায় তিনি প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। এবং বিরসা দাশগুপ্ত ছবির দায়িত্ব নেন। অন্যদিকে সৃজিত একই গল্প অবলম্বনে তৈরি করেন একটি ওয়েব সিরিজ। কিন্তু সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দুটো ছবি এবং সিরিজ একই সঙ্গে মুক্তি পাবে না। ইন্ডাস্ট্রির কথা ভেবে দুটোর মুক্তির মধ্যে ফারাক রাখা হবে যাতে কারও ব্যবসা করতে অসুবিধা না হয়।
For all the latest entertainment News Click Here