বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা কৌশিকের ‘অর্ধাঙ্গিনী’র, ১০ দিনে কত কোটি আয় করল?
কনটেন্টই আসল রাজা! দেখিয়ে দিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’। সম্পর্কের সূক্ষ্মতা পর্দায় তুলে ধরতে বর্তমান টলিউডে কৌশিক গঙ্গোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। এই ছবিও প্রাক্তন ও বর্তমানের এক জটিল সমীকরণ তুলে ধরেছে। গত ২রা জুন বক্স অফিসে মুক্তি পেয়েছিল এই ছবি।
সোমবার প্রেক্ষাগৃহে ১১ দিন পূর্ণ করল এই ছবি। শুরু থেকেই ছবিটি নিয়ে বেশ ভালোই সাড়া পাচ্ছেন পরিচালক ও নির্মাতারা। চূর্ণী ও জয়াের অর্ধাঙ্গিনী দেখতে প্রেক্ষাগৃহ ভরাচ্ছেন দর্শকরা। কৃতজ্ঞতা আগেই জাহির করেছিলেন পরিচালক, এবার সামনে এল বক্স অফিসের হিসাব-নিকাশ। তথাকথিত ‘কমার্শিয়াল’ ছবি নয় ‘অর্ধাঙ্গিনী’, সীমিত সংখ্যক হলে মুক্তি পেয়েও ফাটিয়ে ব্যবসা করেছে এই ছবি। হিসাব বলছে মুক্তির প্রথম ১০ দিনে বক্স অফিসে ১.৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি, এমনটাই বলছে টলি বাংলা-বক্স অফিসের পরিসংখ্যান।
টুইট বার্তায় লেখা হয়, ‘কখনও কখনও আমরা কোনও ছবির কাছে প্রত্যাশা রাখি না, অথচ বক্স অফিসে সেই ছবি ভালো ফল করে। যেমনটা গত বছর ’দোস্তজি’র ক্ষেত্রে ঘটেছিল, এবার সেটাই করে দেখালো ‘অর্ধাঙ্গিনী’। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে এই ছবি। কম সংখ্যক শো সত্ত্বেও এখনও পর্যন্ত ১.৫ কোটির ব্যবসা করে ফেলেছে… সুপারহিট’।
সুমন চট্টোপাধ্যায় (কৌশিক সেন)-এর প্রাক্তন স্ত্রী ও বর্তমান স্ত্রী-কে ঘিরে আবর্তিত হয়েছে ‘অর্ধাঙ্গিনী’র কাহিনি। সুমনের প্রাক্তন স্ত্রী শুভ্রার ভূমিকায় চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং বর্তমান স্ত্রী মেঘনা মুস্তাফির ভূমিকায় জয়া আহসান -কে দেখা গিয়েছে। হঠাৎ করেই সেলিব্রাল স্ট্রোকে আক্রান্ত সুমন, আর ভাগ্যের পরিহাসে মুখোমুখি হন সুমনের প্রাক্তন ও বর্তমান ‘অর্ধাঙ্গিনী’। এই ছবির প্রাণভোমরা চূর্ণী ও জয়ার অভিনয়, দর্শক মুগ্ধ দুই অভিনেত্রীর সাবলীল পারফরম্যান্সে। তাঁদের যোগ্য সঙ্গত দিয়েছেন কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তীরা।
মুক্তির পর থেকেই ‘অর্ধাঙ্গিনী’র বহু শো হাউসফুল। সেই নিয়ে দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জাহির করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালক লেখেন, ‘চিমটি কেটে দেখার মতো, সত্যি কিনা! আজ এটাই সত্যি! আমার মতো শখের গল্পকার যে কি না সিনেমাওয়ালার মুখোশ পড়ে প্রায় ২৯ টা ছবি বানিয়ে ফেললো! তার এমন একটা দিন তো স্বপ্নের। আমি বিহ্বল হই নি, কেবল ভেবেছি আমার দর্শকদের মনকে হয়তো একটু বেশী করে ছুঁতে পারলাম এই ছবিতে। কৃতজ্ঞতা জানবেন।’
‘অর্ধাঙ্গিনী’র সাফল্যের মাঝেই নতুন ছবির কাজ শুরু করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সোমবার থেকেই শুরু হয়েছে তাঁর নতুন ছবি ‘অসুখ-বিসুখ’-এর শ্যুটিং।
For all the latest entertainment News Click Here