বক্স অফিসে ঝড় শাহরুখের পাঠানের, পঞ্চম দিনেই পেরোল ২৫০ কোটির গণ্ডি!
তেজি ঘোড়ার মতো ছুটে চলেছে পাঠান। বয়কট মুভমেন্ট শুরু করেছিলেন যাঁরা তাঁদের বুড়ো আঙুল দেখিয়ে একটার পর রেকর্ড ভেঙে চলেছে পাঠান। রবিবার, ২৯ জানুয়ারি এই ছবি বক্স অফিসে ৬০ থেকে ৬২ কোটি টাকা রোজগার করেছে বলেই অনুমান করা হচ্ছে। রবিবার রাতে টুইট করে এমনই আভাস দিয়েছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি পাঠান। এই ছবির হাত ধরেই দীর্ঘ চার বছর বড় পর্দায় কামব্যাক করলেন কিং খান। আর ফিরতে না ফিরতেই ম্যাজিক করলেন। গোটা দেশজুড়ে রীতিমত ঝড় তুলেছেন তিনি।
রবিবার রাতে তরণ আদর্শ টুইটারে একটি পোস্ট করে জানান এই ছবির মুক্তির পঞ্চম দিনে ৬০ থেকে ৬২ টাকা আয় করেছে। তিনি তাঁর পোস্টে লেখেন, ‘পাঠানের আয়ের অনুমান। রবিবার, পঞ্চম দিন ছবিটি ৬০ থেকে ৬২ কোটি টাকা রোজগার করেছে হিন্দি ভার্সনে।’ যেহেতু হিন্দি ভার্সনে ৬০-৬২ টাকা কামিয়েছে এই ছবি, ফলে অন্যান্য ভাষা মিলিয়ে মোট আয়ের পরিমাণ বেশিই হবে সেটা স্পষ্ট। কিন্তু কত আয় করল এই ছবি রবিবার সেটার হিসেব এখনও দেননি তিনি। তবে জানিয়েছেন মোট আয় কিছু কম বেশি হতে পারে।
এর আগে তিনি রবিবার দুপুরে টুইটারে একটি পোস্ট করে লেখেন, ‘কেজিএফ ২, বাহুবলী ২, দঙ্গল, ইত্যাদি ছবিকে হারিয়ে এই ছবি দ্রুত ২৫০ কোটির গণ্ডি টপকাবে দেশে।’ তিনি এই পোস্টেই আভাস দিয়েছিলেন যে রবিবার এই ছবির ২৫০ কোটি টাকা পেরিয়ে যেতে পারে। তিনি লেখেন, ‘পাঠানের নতুন মাইলস্টোন। দ্রুততম ২৫০ কোটি টাকা ছুঁল। কেজিএফ ২, বাহুবলী ২, দঙ্গলকে পিছনে ফেলে দিল এই ছবি। পাঠানের পঞ্চম দিন, আজ ২৫০ কোটি টাকা পেরিয়ে যাবে। কেজিএফ ২ সপ্তম দিনে ২৫০ কোটি পেরিয়েছিল, বাহুবলী ২ অষ্টম দিনে, দঙ্গল, সঞ্জু, টাইগার জিন্দা হ্যায় দশম দিনে ২৫০ কোটি গণ্ডি টপকে ছিল।’
চতুর্থ দিনে, অর্থাৎ শনিবার পর্যন্ত পাঠান বিশ্বজুড়ে ৪২৯ কোটি টাকার ব্যবসা করে। শাহরুখ খান ছাড়াও এই ছবিতে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা যাচ্ছে। এটি একটি স্পাই থ্রিলার ঘরানার ছবি।
For all the latest entertainment News Click Here