বক্স অফিসে কেন ডুবল ‘শামশেরা’? আদিত্যকে ভালো ছবি তৈরির পাঠ দিলেন অনুরাগ
একের পর এক বড় বাজেটের হিন্দি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। চিরাচরিত কোনও ফর্মুলাই এনে দিতে পারছে না সাফল্য। কেন ধুকছে বলিউড? কী কারণে এই লাগাতার ব্যর্থতা? এমনই সব প্রশ্নের উত্তর খুঁজছেন অনুরাগ কশ্যপ।
সম্প্রতি হিন্দি ইন্ডাস্ট্রির ব্যর্থতার উদাহরণ দিতে গিয়ে দু’টি ছবির নাম করেছেন অনুরাগ। ‘ঠাগস অফ হিন্দুস্তান’ এবং ‘শামশেরা’। দু’টি ছবিই তৈরি হয়েছে যশরাজ ফিল্মসের ছাতার নীচে। কেন সফল হল না ছবিগুলি? পরিচালক বলেন, ‘যশরাজের সব চেয়ে সমস্যা হল, ওরা একটা গল্প নিয়ে ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ বানাতে চায়, কিন্তু সেটা হয়ে যায় ‘ঠাগস অফ হিন্দস্তান’। ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ তৈরি করতে গিয়ে বানিয়ে ফেলে ‘শামশেরা’। এই ‘শামশেরা’ই হয়তো আজ থেকে দু’তিন বছর আগে চলত। অন্তত এখন যা চলেছে, তার থেকে বেশি চলত। কিন্তু মানুষ এখন ওটিটি-র সুবিধা পেয়ে গিয়েছে।’
অনুরাগ মনে করেন, ভালো ছবি তৈরির জন্য শিল্পী এবং কলাকুশলীদের জায়গা ছেড়ে দেওয়া জরুরি। তাঁদের মনের মতো করে কাজ করার সুযোগ দিতে হবে। তবেই মিলবে সাফল্য। আদিত্যকেও সেই পরামর্শ দিয়েছেন পরিচালক। তাঁর কথায়, ‘উনি যাঁদের ছবি তৈরির জন্য নিযুক্ত করছেন, তাঁদের সেই কাজটা করার স্বাধীনতা দিতে হবে। ছড়ি ঘোরালে চলবে না। কাস্টিং থেকে শুরু করে ছবির সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখলে হবে না।’
(আরও পড়ুন: অনুরাগের সঙ্গে কাজ করবেন, নতুন ছবির জন্য চুক্তি! বাঁধন ছাড়া উচ্ছ্বাস সানির)
আদিত্যকে তাঁর উপদেশ, ‘অফিসে বসে থাকুন। যাঁদের উপর ভরসা আছে, তাঁদের কাজে নিন। ভালো ছবি তৈরি করতে দিন।’
এ বিষয়ে করণ জোহরের ভূয়সী প্রশংসা করেছেন অনুরাগ। তাঁর মতে, সময়ের সঙ্গে করণ কাজের ধরন বদলেছেন। অনুরাগের মতোই পরিচালকদের নিজের মনের মতো ছবি তৈরির স্বাধীনতা দেন তিনি।
(আরও পড়ুন: গল্প লিখছেন আদিত্য চোপড়া, হাত মেলাচ্ছেন ‘টাইগার’ সলমন ও ‘পাঠান’ শাহরুখ?)
আপাতত ‘দোবারা’র প্রচারে ব্যস্ত অনুরাগ। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
For all the latest entertainment News Click Here