বক্স অফিসে কাঁপাতে পারে ১০ প্যান ইন্ডিয়া সিনেমা, রেকর্ড ভাঙবে বাহুবলি, KGF 2-র?
শীঘ্রই মুক্তির তালিকায় রয়েছে একগুচ্ছ ছবি। আসন্ন সেই ছবি ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনের শেষ নেই। তিনটি ছবি দিয়ে প্রত্যাবর্তন করতে প্রস্তুত শাহরুখ খান, প্রথমবার দর্শক ছবিতে জুটিতে দেখতে পাবে রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। এছাড়াও, রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবেরকোন্ডা তাঁদের বলিউড ডেবিউয়ের জন্য প্রস্তুত।
আসন্ন ১০টি প্যান ইন্ডিয়া সিনেমা রয়েছে যেগুলি বক্স অফিসে ঝড় তুলতে পারে। বাহুবলী, কেজিএফ ২-এর রেকর্ডও ভেঙে দিতে পারে মনে করছেন সিনে বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: বিদেশে বেড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ল দীপিকার এ কী ছবি! বিস্ময়ে কী বললেন ফারহা
জওয়ান: ২০২৩ সালে তিনটি ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। একদিকে তিনি ‘পাঠান’য়ের সঙ্গে কামব্যাক করছেন, অন্যদিকে রাজকুমার হিরানির ছবি ‘ডানকি’তে দেখা যাবে তাঁকে। তামিল সুপারহিট পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। এটি একটি প্যান ইন্ডিয়া ছবি হবে। টিজারে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন শাহরুখ।
আদিপুরুষ: আদিপুরুষ, ভারতীয় পৌরাণিক কাহিনির উপর ভিত্তি করে তৈরি ছবি। বক্স অফিসে বেশ ভালো ফলাফল করতে পারে। ছবিতে আদিপুরুষের চরিত্রে দেখা যাবে প্রভাসকে। পরিচালকের আসনে ওম রাউত। এর আগে ‘তানাজি’র মতো ছবির পরিচালনা করেছেন তিনি। প্রভাসের পাশাপাশি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সইফ আলি খান, কৃতি স্যানন এবং সানি সিংকে।
পোন্নিয়ান সেলভান: সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পোন্নিয়ান সেলভান পার্ট ওয়ান’ ছবির টিজার। মণি রত্নম পরিচালিত এই ছবির বাজেট প্রায় ৫০০ কোটি টাকা বলে খবর। ছবিটির ভিএফএক্স এবং অ্যাকশন সিকোয়েন্স সত্যিই অসাধারণ। ছবিতে ঐশ্বর্য রায় বচ্চন, তিশা, বিক্রম, কার্তি, জয়ম রবি, প্রকাশ রাজ, নাসার, শোভিতা ধুলিপালা, প্রভু এবং কিশোরের মতো অভিনেতাদের দেখা যাবে।
লাল সিং চাড্ডা: আমির খানের ক্যারিয়ারে ‘লাল সিং চাড্ডা’র নাম প্রথম সারির দিকেই পড়ে। ছবিটি ফরেস্ট গাম্পের রিমেক। প্রায় ১৫ বছর ধরে ছবির খুঁটিনাটি বিষয় কাজ করছেন আমির। ছবিটির ট্রেলার মিশ্র সাড়া পেলেও আশা করা যায় আমির খান আবারও দর্শকদের ভিন্ন ও নতুন কিছু উপহার দেবেন। ছবিতে আমিরের সঙ্গে দেখা যাবে করিনা কাপুর খান ও মোনা সিংকে।
পুষ্পা দ্য রুল: পুষ্পা দ্য রাইজ-এর সাফল্যের পর থেকেই, দর্শক দ্বিতীয় অংশ ‘পুষ্পা দ্য রুল’-এর জন্য অপেক্ষা করে রয়েছেন। ছবিটির দ্বিতীয় অংশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল এবং আবারও আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা এবং ফাহাদ ফাজিলকে ছবিতে দেখা যাবে। বিশেষজ্ঞরা আশা করছেন, ছবিটি অবশ্যই বক্স অফিসে বিস্ফোরণ ঘটাবে।
লিগার: ‘লিগার’ ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে বিজয় দেবেরকোন্ডার। ছবিতে বিজয়ের বিপরীতে দেখা যাবে অনন্যা পান্ডেকে। ছবিটির ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে।
সালার: প্রভাস এবং প্রশান্ত নীলের জন্য এই আসন্ন সিনেমা নিয়ে দর্শকমহলের উচ্ছ্বাসের শেষ নেই। প্রভাসের ফ্যান ফলোয়িং বিদেশেও রয়েছে এবং ভক্তরা তাঁর সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। অন্যদিকে, প্রশান্ত নীল, যিনি কেজিএফ ২ ছবি দিয়ে বক্স অফিস রেকর্ড করেছেন, তিনি ‘সালার’ পরিচালনা করবেন।
ব্রহ্মাস্ত্র: রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায় এবং নাগার্জুন অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’র জন্য সবাই খুব উচ্ছ্বসিত। এই ছবির ট্রেলারে যে ধরনের ভিএফএক্স দেখানো হয়েছে তা হিন্দি সিনেমায় আগে দেখা যায়নি। একই সময়ে, পৌরাণিক কাহিনির সঙ্গেও সংযোগ রয়েছে ছবির। সেই সঙ্গে প্রথমবারের মতো ছবিতে একসঙ্গে দেখা যাচ্ছে রণবীর-আলিয়াকে। এসব ছাড়াও ছবিতে ক্যামিও হিসেবে থাকবেন শাহরুখ খান। গত ৯ বছর ধরে এই ছবিতে কাজ করছিলেন অয়ন মুখোপাধ্যায়।
অ্যানিমেল: এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে রশ্মিকা মান্দানাকে। ছবিটি পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যিনি এর আগে ‘কবির সিং’য়ের সঙ্গে ধামাকা করেছেন। রণবীর-রশ্মিকার পাশাপাশি এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ববি দেওল এবং অনিল কাপুরকেও।
বিক্রম ২: কমল হাসান, ফাহাদ ফাজিল, সুরিয়া এবং বিজয় সেতুপতি অভিনীত ছবি ‘বিক্রম’ দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে। ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। ছবিটির সাফল্যের পর পরিচালক লোকেশ এর দ্বিতীয় পর্বের কাজ শুরু করেছেন। বিক্রম ছবির অ্যাকশন সিকোয়েন্স এবং উপস্থাপনা দর্শকদের পছন্দ হয়েছে।
For all the latest entertainment News Click Here