ফ্ল্যাট পিচ না হলে ব্যাজবল অচল, স্টোকসদের কটাক্ষ করলেন ভারতের নবাগত টেস্ট তারকা
টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান ইশান কিষাণ ইংল্যান্ডের ব্যাজবল ক্রিকেট নিয়ে বড় দাবি করেছেন। তিনি বলেছেন, ব্যাজবল স্টাইল ফ্ল্যাট পিচে খেলা যায় এবং প্রতিটি টেস্ট ম্যাচে সেই ভাবে খেলার প্রয়োজনও হয় না।
দ্বিতীয় টেস্ট ম্যাচের পঞ্চম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা সম্ভব নয় যে প্রতিটা ম্যাচেই ঝোড়ো মেজাজে রান করা যায়। এটি পরিস্থিতির উপরও নির্ভর করে। ইংল্যান্ড আগ্রাসী মেজাজে ব্যাট করছে ঠিকই, তবে আপনাকে দেখতে হবে, তারা কী ধরনের পিচে খেলছে। বেশির ভাগ ক্ষেত্রে আমরা যেখানে খেলি, সেখানে ব্যাট করা সহজ নয়। কারণ সেখানে টার্ন এবং বাউন্স আছে।’
তিনি যোগ করেছেন, ‘যদি ফ্ল্যাট উইকেট হয়, তবে আপনি দ্রুত স্কোর করতে পারবেন। এবং দলের যদি দ্রুত রান করার প্রয়োজন হয়, তা হলে আমি মনে করি, সেটা করা যেতে পারে। আমি মনে করি না যে, প্রতিটি ম্যাচেই আক্রমণাত্মক পদ্ধতিতে খেলতে হবে। তবে যখনই আক্রমণাত্মক ক্রিকেট খেলার প্রয়োজন হবে, আমাদের দলে যথেষ্ট ফায়ারপাওয়ার রয়েছে। তবে টেস্ট ক্রিকেটে সব সময়ে আক্রমণাত্মক শট খেলা সম্ভব নয়।’
আরও পড়ুন: লঙ্কা-পাক টেস্টও ভাসছে বৃষ্টিতে, দ্বিতীয় দিন হল মাত্র ১০ ওভার খেলা, ১২ রানের লিড বাবরদের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ইশান কিষাণ চারে নেমে আগ্রাসী মেজাজেই ব্যাট করেছেন। ৩৪ বলে অপরাজিত ৫২ রান করেছেন। এবং উইকেটের পিছনেও ইশান বেশ ভালো পারফরম্যান্স করেছেন। তাঁর পারফরম্যান্স দিয়েই তিনি কেএস ভরকে পিছিয়ে দিয়েছেন। এবং ঋষভ পন্তের অনপস্থিতিতে তিনি প্রধান কিপারের জায়গাটা নিয়ে ফেলেছেন।
ইশান বলছিলেন, ‘একজন তরুণ হিসেবে আমি মনে করি যে, নিজের দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পেয়ে আমি সেটা কাজে লাগাতে চেয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে যখন আমাকে ব্যাট করতে পাঠানো হয়, তখন আমার পরিকল্পনা ছিল, বাঁহাতি স্পিনারকে মারার। আমি ইতিবাচক উদ্দেশ্য নিয়ে ব্যাট করেছি। আমরা বেশিক্ষণ ব্যাট করতে চাইনি, কারণ আমাদের কাছে আগে থেকেই ভালো লিড ছিল।’
আরও পড়ুন: ৩৮-এও ঝড় তুলছেন ইরফান, হাঁকালেন পরপর ৩টি ছক্কা, ১৪ বলে ঝোড়ো ৩৭ করে কাঁপালেন হারারে
ইশান আরও বলেছেন যে, কী ভাবে ঋষভ পন্ত তাঁকে কয়েকটি ব্যাটিং টিপস দিয়ে সাহায্য করেছিলেন, যখন তারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) প্রশিক্ষণ নিচ্ছিলেন।
তরুণ কিপার-ব্যাটার বলেছেন, ‘আমি আগেই বলেছি, ও আমাকে অনূর্ধ্ব-১৯ টিমে থাকার সময় থেকেই চেনে। আমরা একে অপরের খেলা জানি। আমরা ব্যাটিং নিয়ে একে অপরের সঙ্গে কথা বলতে থাকি এবং আমরা কখনও-ই আমাদের মতামত জানাতে দ্বিধা করিনি।’
তিনি যোগ করেছেন, ‘টেস্ট ম্যাচে ঋষভের অসাধারণ ভালো পারফরম্যান্স। আমরা নীচের অর্ডারে ব্যাট করি এবং সেই পজিশনে ব্যাট করার সময় পরিস্থিতি অনুযায়ী খেলাটা গুরুত্বপূর্ণ। আপনি যদি দ্রুত চারটি উইকেট হারিয়ে ফেলেন, এবং আপনার একটি বড় পার্টনারশিপ দরকার, আপনি অলআউট আক্রমণে যেতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে, প্রয়োজনে আক্রমণাত্মক হতে হবে। তবে সামগ্রিক ভাবে, টেস্ট ক্রিকেটের পরিস্থিতি অনুযায়ী আপনাকে ব্যাট করতে হবে।’
For all the latest Sports News Click Here