‘ফ্ল্যাট উইকেটে বল করতে না পারলে খেলা ছেড়ে দাও’,অবসরের পর স্পিনারদের তোপ আজমলের
শুভব্রত মুখার্জি
রাওয়ালপিণ্ডি হোক বা করাচির পিচ – দুই পিচ অত্যন্ত নির্বিষ ছিব। দুই টেস্ট মিলে হয়েছে ২,৩০০-এর উপর রান। উইকেট পড়েছে মাত্র ৪২ টি। লাহোরের গদ্দাফিতে তৃতীয় টেস্ট হওয়ার আগে তাই পিসিবি স্পোর্টিং পিচ তৈরিতে উদ্যোগ নিয়েছে। আর এই ঘটনাকে সামনে রেখেই পাকিস্তানের প্রাক্তন তারকা স্পিনার সইদ আজমল এক বিস্ফোরক উক্তি করেছেন। তাঁর মতে, এই ফ্ল্যাট পিচে যদি বোলিং করতে না জানেন কেউ, তাহলে তাঁর ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত।
প্রসঙ্গত ভারতীয় উপমহাদেশে স্পিনাররা একটু হলেও বাড়তি সুবিধা পায়। কারণ এখানকার কন্ডিশন এবং উইকেট স্পিন-বান্ধব হয়। কিন্তু উপমহাদেশের বাইরে স্পিনারদের রীতিমতো ব্যাটারদের হাতে হতে হয় ‘হেনস্থা’। ফ্ল্যাট উইকেটে ভালো বোলিং করতে স্পিনারদের দক্ষতা বাড়াতে হয়। যদি স্পিনাররা সেটা করতে না পারেন, তাহলে তাদের ক্রিকেট খেলা ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছেন সাঈদ আজমল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টেস্টে সিরিজে আপাতত ফ্ল্যাট উইকেট বানানো হয়েছে পাকিস্তানের তরফে। ফলে একেবারেই সুবিধা করতে পারছেন না পাকিস্তানি স্পিনাররা। আজমল জানিয়েছেন, ‘স্পিনাররা যদি উইকেট দেখে বোলিং করতে থাকে, তাহলে স্পিনার হয়ে লাভ কী? স্পিনারদের উচিত সব কন্ডিশনে পারফর্ম করতে শেখা। যে উইকেটগুলিতে খেলা হয়েছে, সেগুলো ফ্ল্যাট। তবে টেস্ট ক্রিকেটে এমন উইকেট হতেই পারে। পাকিস্তান সবসময় স্পিন সহায়ক উইকেট বানায়। এমন একটা ধারণা প্রচলিত আছে। আমরা যখন আরব আমিরশাহিতে খেলতাম, তখনও আমরা কার্যত ফ্ল্যাট উইকেটে স্পিন করিয়েছি। এটা কোনও জাদু বলে ঘটেনি।’
For all the latest Sports News Click Here