ফ্লু হয়েছে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে-দ্রাবিড়ের কোভিডকে পাত্তা দিলেন না শাস্ত্রী
এশিয়া কাপ শুরুর আগেই দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হয়েছেন। যা ভারতীয় দলের কাছে একটা বড় ধাক্কা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। ২৮ অগস্ট এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।
তার আগে দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হওয়ার পরেই বর্তমান কোচকে নিয়ে বিবৃতি দিয়েছেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী বলেছেন যে দ্রাবিড়ের করোনা পজিটিভ হওয়া ভারতীয় দলে খুব একটা পার্থক্য করবে না। ভারতীয় দল এখন শুরুর ম্যাচে কোচ দ্রাবিড়কে ছাড়াই মাঠে নামবে। কারণ রাহুল দ্রাবিড় আপাতত দুবাই যেতে পারেননি।
আরও পড়ুন… Asia Cup 2022: এক ঝটকায় সবার মুখ বন্ধ হয়ে যাবে, কোহলিকে সমালোচকদের চুপ করানোর অব্যর্থ ওষুধ বাতলে দিলেন শাস্ত্রী
মঙ্গলবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে শাস্ত্রী বলেন,‘প্রথমেই বলব যে এখন এটাকে করোনা বলবেন না, এটা একটা ফ্লু মাত্র। ওষুধ খেয়ে তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আশা করছি ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে দলের সঙ্গে থাকবেন।’
যাইহোক,সুখবর হল রাহুল দ্রাবিড় নেতিবাচক কোভিড রিপোর্ট আসার পরে দলে যোগ দিতে পারবেন। এশিয়া কাপে অংশ নিতে আজ সংযুক্ত আরব আমির শাহিতে পৌঁছবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
আরও পড়ুন… ওয়েস্ট ইন্ডিজ কি ২০২৩ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারবে? আয়ারাল্যান্ডের সামনে বড় সুযোগ!
জয় শাহের জারি করা প্রেস রিলিজে বলা হয়েছে,‘টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় ২০২২ এশিয়া কাপের জন্য সংযুক্ত আরব আমির শাহি যাওয়ার আগে রুটিন পরীক্ষায় কোভিড পজিটিভ পাওয়া গেছে। দ্রাবিড় বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার হালকা লক্ষণ রয়েছে। নেগেটিভ কোভিড-১৯ রিপোর্ট এলে তিনি দলে যোগ দেবেন।’ ভারতীয় দল ২৩ অগস্ট ২০২২-এ সংযুক্ত আরব আমির শাহিতে যাবে।
For all the latest Sports News Click Here