ফ্লাইটে ‘মদ্যপ’ ছেলেদের দুর্ব্যবহার, জনসমক্ষে হয়রানির শিকার, অভিযোগ উরফির
খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে হামেশাই চর্চায় থাকেন উরফি জাভেদ। সোজা কথা সোজা ভাবেই বলতে পছন্দ করেন তিনি। সম্প্রতি উরফি সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে যা অবাক করেছে সবাইকে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করে উরফি জানিয়েছেন, কীভাবে একদল ছেলে ফ্লাইটে অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে দুর্ব্যবহার করেছে এবং তাঁর নাম উচ্চস্বরে চিৎকার করতে থাকে।
সম্প্রতি ফ্লাইটে করে মুম্বই থেকে গোয়া যাচ্ছিলেন উরফি। সেই সময় তাঁর সঙ্গে একটি অদ্ভুত ঘটনা ঘটে। ইনস্টা স্টোরিতে ভিডিয়ো শেয়ার করে উরফির অভিযোগ, যে ফ্লাইটে তিনি যাত্রা করছিলেন, সেখানে একদল ছেলেও যাচ্ছিল। তাঁরা ফ্লাইটে অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে দুর্ব্যবহার করে। আরও পড়ুন: ‘রকি অউর রানি..’র প্রোমোশনে শিফনের শাড়িতে গ্ল্যাম ডল আলিয়া, রণবীরের পোশাকেও চমক
ইনস্টাগ্রাম স্টোরিতে গোটা ঘটনার ভিডিয়ো শেয়ার করে উরফি বিস্তারিত বর্ণনা করেছেন। তিনি আরও জানান, যখন তাঁর সঙ্গে এসব ঘটছিল, সেই দলের সব ছেলেই নেশাগ্রস্ত ছিল। শেয়ার করা ভিডিয়োতে একদল ছেলেকে দেখা গিয়েছে। শেয়ার করা ভিডিয়োর ক্য়াপশনে উরফি লেখেন, ‘আমি যখন মুম্বই থেকে গোয়া যাচ্ছিলাম, আমাকে হয়রানির মুখোমুখি হতে হয়। ওরা নোংরা কথা বলছিল। আমার নাম তুলেই বলছিল’।
আরও লেখেন, ‘বাধা দিতে গেলে তাঁদের মধ্যেই একজন বলে ওঠে তার বন্ধুরা নেশায় আছে। নেশায় থাকা মানেই একজন মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে এটা কোনও অজুহাত হতে পারে না। আমি একজন পাবলিক ফিগার, পাবলিক প্রপার্টি নই’।
উরফি জানান, তিনি ইকোনমি ক্লাসে ট্রাভেল করছিলেন, যেখানে ছেলেদের এই দলটিও ছিল। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সাফ কথা, তিনি একজন পাবলিক ফিগার, তবে এর অর্থ এই নয় যে তিনি জনসাধারণের সম্পত্তি।
ঘটনাটি ২০শে জুলাইয়ের। একই দিনে বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রীকে। উরফি জানিয়েছেন যে তিনি ছুটি কাটাতেই গোয়া যাচ্ছেন। উরফি ফ্লাইটে উঠলে একদল ছেলে তাঁকে চিনতে পেরে তাঁর নাম উচ্চস্বরে চিৎকার করতে থাকে।
For all the latest entertainment News Click Here