ফ্রেঞ্চ ওপেনের সেমিতে হার সিন্ধুর, শেষ ভারতীয়দের চ্যালেঞ্জ
ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে গিয়ে অবশেষে থামল পিভি সিন্ধুর বিজয়রথ। গতকাল (২৯ অক্টোবর) ৩৮ মিনিটে থাইল্যান্ডের অষ্টম বাছাই বুসানান ওমবামরুঙ্গফানকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করার পর খানিকটা অপ্রত্যাশিতভাবেই সায়াকা তাকাহাশির বিরুদ্ধে হেরে বসলেন ভারতীয় শাটলার।
টুর্নামেন্টের তিন নম্বর বাছাই সিন্ধু প্রথম গেম ২১-১৮ ব্যবধানে জিতলেও ১৬-২১, ১২-২১ ব্যবধানে পরের দুই গেমে জাপানি শাটলারের বিরুদ্ধে হেরে যান। গত সপ্তাহে ডেনমার্ক ওপেনে ওমবামরুঙ্গফানকে পরাজিত করার পর কোয়ার্টার ফাইনালেও তাঁর বিরুদ্ধে দাপুটে জয়ে খেতাব জেতার আশা জাগিয়েছিলেন সিন্ধু। তবে ২৬ বছর বয়সী ভারতীয় শাটলারের সেমিতে বিশ্বক্রমতালিকায় ১৫ নম্বরে থাকা তাকাহাশির বিরুদ্ধে লড়াই সমাপ্ত হল।
অপরদিকে, সিন্ধু সেমিতে পৌঁছালেও পুরুষদের কোয়ার্টার ফাইনালেই লক্ষ্যভ্রষ্ট হন লক্ষ্য সেন। ৪৩ মিনিটের ম্যাচে লড়াই করেও ১৭-২১, ১৫-২১ ব্যবধানে স্ট্রেট গেমে পরাজিত হন তিনি। গত ম্যাচে সিঙ্গাপুরের লো কিন ইউকে ১৮-২১, ২১-১৮, ২১-১৭ ব্যবধানে হারালেও কোরিয়ার হেও কোয়াংঘির বিরুদ্ধে যাত্রা শেষ হল ২০ বছর বয়সী উঠতি ভারতীয় শাটলারের।
সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি জুটি সেমিফাইনালে উঠতে পারেননি। কড়া চ্যালেঞ্জ জানানোর পর মালেশিয়ান জুটি অ্যারন চিয়া এবং শ ওই য়িকের বিরুদ্ধে ২১-১৮, ১৮-২১, ১৭-২১ স্কোরলাইনে পরাজিত হন সাত্যিক-চিরাগ জুটি। সৌরভ বর্মা আগেই পরাজিত হয়েছিলেন। ফলে সিন্ধুর হারের সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ ওপেনে ভারতীয় লড়াইও শেষ হয়ে গেল।
For all the latest Sports News Click Here