ফ্রিজে রাখা টুকরো দেহ, রান্নার পাত্রে মিলল কাটা মাথা, নৃশংসভাবে খুন অভিনেত্রী…
ফ্রিজের ভিতর রাখা শরীরের টুকরো, খাবারে মিলেছে মাথার খুলি। নাহ শ্রদ্ধা কাণ্ড নয়। সম্প্রতি এমনই নৃশংসভাবে খুন করা হয়েছে এক মডেল তথা অভিনেত্রীকে। আর খুনের অভিযোগ উঠেছে অভিনেত্রীর প্রাক্তন স্বামী এবং শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে। ঘটনা হংকং-এর। সম্প্রতি নৃশংস ভাবে খুন করা হয় অ্যাবি চোই-কে। এই খুনের ঘটনা শুনলে আপনার শ্রদ্ধা কাণ্ডের কথা যেমন মনে হবে, তেমনই মনে পড়বে কোরিয়াান ছবি ‘প্যারাসাইট’-এর কথা। মনে হবে অ্যাবি চোই-এর মৃত্যু যেন কোরিয়ান ছবির বাস্তব রূপ।
জানা যাচ্ছে, চীনের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ মিনিটের দূরত্বে হংকংয়ের একটি শহরতলির এক বাড়ির ফ্রিজে হংকংয়ের মডেল অ্যাবি চোইয়ের টুকরো টুকরো দেহ খুঁজে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনতলা ওই বাড়ির নিচতলাটি একপ্রকার অস্থায়ী কসাইয়ের দোকানে পরিণত হয়েছিল। ওই বাড়িতে একটি মাংসের স্লাইসার, একটি বৈদ্যুতিক করাত এবং কিছু পোশাকও পাওয়া গেছে। গত রবিবার চোই-এর মাথা পাওয়া গিয়েছিল বাড়ির রান্নার পাত্রে। মাথার অংশে একটি আঘাতের চিহ্ন দেখেই পুলিসের সন্দেহ হয় তাঁকে জোরদার আঘাত করা হয়েছে। আর এরপরেই ফ্রিজে মেলে চোই-এর টুকরো দেহ। তদন্তকারী আধিকারিকরা ওই বাড়ি থেকে একটি মাথার খুলি, বেশ কয়েকটি পাঁজর এবং মাথার চুল উদ্ধার করেন। তবে চোই-এর হাত, এবং শরীরে আরও বেশকিছু অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি।
গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন মডেল, অভিনেত্রী অ্যাবি চোই। এই খুনের ঘটনায় ধৃত অভিনেত্রীর স্বামী অ্যালেক্স কোয়াং ও শ্বশুর কোং কাউ এবং দেওর অ্যান্টনি কোয়াং-কে ইতিমধ্যেেই খুুনের অভিযোগে গ্রেফতার করে আদালতে তুলেছে পুলিশ। তাঁরা যাতে কোনওভাবে জামিন না পান, সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই খুনের ঘটনা এখনও পর্যন্ত ২০২৩-এর সবথেকে মর্মান্তিক খুনের ঘটনা বলে মনে করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, চোই-এর প্রাক্তন স্বামী অ্যালেক্স কোয়াং-এর নাম ২০১৫-র সোনা কেলেঙ্কারিতেও উঠে এসেছিল। আবার শ্বশুরমশাই কোং কাউ হংকং-এর প্রাক্তন পুলিস আধিকারিক, দেওর অ্যান্টনি কোয়াং-এর বিরুদ্ধেও নিষিদ্ধ কাজকর্ম করার অভিযোগ আগে থেকেই ছিল।
২৮ বছর বয়সী মডেল, অভিনেত্রী অ্যাবি চোই-এর বহু অনুরাগী রয়েছেন। অভিনেত্রীর এক বন্ধু বার্নাড চেং পুলিসকে জানিয়েছেন, বহুদিন ধরেই প্রাক্তন স্বামী ও পরিবারের সঙ্গে চোই-এর সম্পর্কের অবনতি হয়। তিনি চোই-এর শ্বশুরবাড়ির সদস্যদের চিনতন। যদিও চোই ভালো মানুষ ছিলেন বলে দাবি করেছেন ওই বন্ধু।
For all the latest entertainment News Click Here