ফ্রান্সে প্রাপ্য সম্মান পাননি মেসি, এটা লজ্জার, নিজের দেশের উপরই চটলেন এমবাপে
পিএসজি ছেড়েছেন লিওনেল মেসি। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এই আর্জেন্তাইন তারকার পথে হাঁটতে চলেছেন আরও এক তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেও। ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে রটে গিয়েছে, এমবাপে আর পিএসজির সঙ্গে চুক্তি নবীকরণ করতে চাইছেন না। এমনটা তিনি নিজেও জানিয়ে দিয়েছেন। ২০২৪ সালে এমবাপের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এই তারকা ফুটবলারের। তিনি আর কোনও ভাবেই চুক্তি বাড়াতে চান না। এমবাপের পিএসজি ছাড়ার খবর ছড়িয়ে গিয়েছে গোটা বিশ্বে।
তবে মেসি পিএসজি ছাড়া নিয়ে এবার মুখ খুললেন এমবাপে। ২৪ বছর বয়সী তারকা ফুটবলার লা গ্যাজেটা স্পোর্টস নামক একটি সংবাদপত্রে তিনি জানিয়েছেন, ‘যখন লিওনেল মেসির মতো কোনও ফুটবলার দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে তা ক্লারে জন্য যে কতটা খারাপ দিক তা বলার অপেক্ষা রাখে না। এটা একেবারেই ভালো খবর নয়। ব্যক্তিগত ভাবে আমি বুঝতে পারছি না কেন মেসির ক্লাব ছেড়ে দেওয়ায় আনন্দ পয়েছে। মেসি বিশ্বের সেরা ফুটবলার। পিএসজি ছাড়ার পর বেশ কিছু মানুষের সেই আনন্দ দেখে আমাকে অবাক করেছে।’
বেশ কিছুদিন আগেই মেসির আরব সফর নিয়ে পিএসজির শাস্তির মুখে পড়তে হয় বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। শুধু তাই নয়, সমর্থকরাও গো ব্যাক স্লোগান দিতে থাকেন। আর্জেন্তাইন সমর্থকরা যা একেবারেই ভালো ভাবে নেয়নি। মেসিকে এই ভাবে অপমান করা ঠিক হয়নি বলে মনে করেন এমবাপেও। তিনি বলেন, ‘একজন বিশ্বকাপ জয়ী ফুটবলার এবং অধিনায়ক হিসাবে মেসির যা সম্মান পাওয়া উচিত ছিল, যা ও এখানে পায়নি। এটা সত্যির লজ্জার। মেসি বড় মাপের একজন ফুটবলার। ওর চলে যাওয়া মোটেই ক্লাবের জন্য ভালো বিজ্ঞাপন নয়। এখন মেসির পরিবর্ত হিসাবে ফুটবলার খুঁজতে হবে দলকে।’
মেসির চলে যাওয়ার এমবাপেও যে খুশি নন, তা স্পষ্ট বোঝা গিয়েছে তাঁর বক্তব্যের মাধ্যমে। সেই সঙ্গে তিনি এও বুঝিয়ে দিয়েছেন, পিএসজির কর্তাদের খারাপ ব্যবহারের জন্যই একপ্রকার দল ছেড়েছেন লিও। এবার একই পথেই হাঁটতে চলেছেন এমবাপেও। এই মরশুমেই শেষবার খেলতে নামবেন তিনি। কারণ আগামী বছর পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তাঁর। সেই চুক্তি কোনও ভাবেই বাড়াতে চাইছেন না এমবাপে।
For all the latest Sports News Click Here