ফোলা ফোলা গাল, ছেলে বায়ুর চেহারার প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সোনম
ছেলে বায়ুর মুখ এবার দেখিয়েই দিলেন সোনম কাপুর। একটা মন্তাজ শেয়ার করেছেন নায়িকা, যেখানে দেখা যাচ্ছে ছেলেকে আদর করছেন তিনি আর আনন্দ আহুজা। দুজনেই চুমু বসিয়েছেন বায়ুর ফোলা ফোলা গালে।
সোমবার পরিবারের সঙ্গে কাটানো একটা মিষ্টি মুহুর্তের ভিডিয়োও শেয়ার করে নিয়েছিলেন সোনম। যেখানে দেখা যাচ্ছিল গাড়ি চালাচ্ছে আনন্দ, পাশে বসে মোবাইলে রেকর্ডিং করছেন অভিনেত্রী। গাড়ির ব্যাক সিটে বেবি কটে শুইয়ে রাখা হয়েছে বায়ুকে। এরপর দেখা যায় আনন্দ কোলে নিয়েছেন ছেলেকে। পরের দৃশ্যে পাশাপাশি হাঁটছেন আনন্দ আর অনিল, আর স্ট্রোলারে বায়ু। সবশেষে দেখা যায় খুব করে ছেলেকে আদর করছে নতুন মাম্মা।
ছেলেকে নিয়ে এটাই আনন্দ আর সোনমের প্রথম ট্রিপ, কোনও এক পাহাড়ি লোকেশনে। আনন্দ-সোনমের সঙ্গ দিয়েছেন অনিল কাপুর আর সুনীতা আহুজাও। সোনমের করা এই পোস্টে ‘সো বিউটিফুল’ লিখে একটা রেড হার্ট ইমোজি কমেন্ট করেছেন আলিয়া। কমেন্ট করেছেন আথিয়া শেট্টি, মালাইকা আরোরা, ভূমি পেডনেকররা। আনন্দ আহুজা লিখেছেন, ‘পৃথিবীর চারপাশে আমার নতুন পৃথিবীর সঙ্গে।’ আরও পড়ুন: ছেলে বায়ুর হাইফাই নার্সারি শেয়ার করলেন সোনম! ছবিগুলি যেন ভুলেও মিস করবেন না
চলতি বছরের ২০ অগস্ট মা হয়েছেন সোনম কাপুর। ছেলে বায়ুকে নিয়েই এখন সারাক্ষণ ব্যস্ত সোনম, দম ফেলবার ফুরসত নেই তাঁর। এর মধ্যে কাজও শুরু করে ফেলেছেন। দিনকয়েক আগেই সোনম তাঁর প্রেগন্যান্সি জার্নি শেয়ার করে নিয়েছিলেন সোশ্যালে। লিখেছিলেন, ‘আমার (সন্তানের) প্রসবপূর্ব জার্নিটা একদম অন্যরকম ছিল। আমি শুরু থেকেই চেয়েছিলাম একদম প্রাকৃতিকভাবে আমি সন্তানের জন্ম দেব। বাইরের যেটুকু সাহায্য না নিলে নয়, ওইটুকু ছাড়া আমি আর কিছু সাহায্য চাইনি। ডাক্তার গোহরা মোতহার লেখা ‘জেন্টাল বার্থ মেথড’ বইটি এই ব্যাপারে আমাকে সহায়তা করেছে।’
এরপরই অনিল কন্যা যোগ করেন, ‘আমি প্রাকৃতিকভাবে প্রসব (নরম্যাল ডেলিভারি) করেছি এবং খুব সহজেই বায়ুকে স্তন্যপান করাচ্ছি’।
For all the latest entertainment News Click Here