‘ফোন করলে কাঁচা খাবে!’, নাম না করে ‘মির্চি মিউজিক’-কে ঠুকলেন গায়ক অনিন্দ্য
দিনকয়েক আগেই ঘোষিত হয়েছে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডসের নমিনেশনের তালিকা। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন ট্রোল। এর আগে সরাসরি এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার পোস্ট এল গায়ক অনিন্দ্য বোসের থকে।
অনিন্দ্য মির্চির নাম না করেই ফেসবুকে লিখলেন, ‘একটা বিশাল বড় করে অ্যাওয়ার্ড ফাংশন এই কলকাতা শহরে বছরের পর বছর অনুষ্ঠিত হয়| যেখানে জুরি সদস্যদের নিজেদেরই নিজেদের বেস্ট অ্যালবাম, বেস্ট সিঙ্গার কিংবা আরও যা যা ক্যাটাগরি আছে তার জন্যে অ্যাওয়ার্ড দিতে (বা নিতে) দেখেছি! (যে গানগুলো কেউ শোনেন নি!) দু এক বছর সেখানে যাওয়ার পর আর যাই না। তারাও আর ডাকেন না। হয়তো জানেন ফোন করলে ‘কাঁচা’ খাবেন!’
সত্যিই কি এই ধরনের অ্যাওয়ার্ডের কোনও মূল্য আছে প্রশ্ন তোলেন এই পোস্টেই অনিন্দ্য। লেখেন, ‘‘এই মস্ত বড় প্রহসনটায় যারা অ্যাওয়ার্ড নিয়ে ‘-ঙ্কু -ঙ্কু’ খেলা করেন, তারা বাড়িতে গিয়ে ওই মিথ্যে ‘পুতুলগুলো’ ঘরে সাজিয়ে কি সুখ পান? কোন সুখেতে ভরপুর তৃপ্ত হয়ে রাতে নিশ্চিন্তে ঘুমোন? খুব জানতে ইচ্ছে করে…’’ আরও পড়ুন: ব্যবসা বাড়াতে শাহরুখ-সলমনের যুগলবন্দি? এপ্রিলে টাইগার ৩-এর শ্যুটিং করবেন কিং খান
শুক্রবারই এই নিয়ে একটি পোস্ট করেছিলেন পরিচালক সৃজিত। লেখেন, ‘কী করে এক জুরি সদস্য বা তাঁর ছবি কিংবা মির্চির কোনও কর্মী মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে মনোনীত হতে পারে? এটা কী মজা হচ্ছে?’ আরও পড়ুন: আড়াই মাস কারাবাস, তুনিশার মৃত্যু মামলায় অবশেষে জামিন পেলেন প্রাক্তন প্রেমিক শিজান খান
![<p><i>অনিন্দ্যর ফেসবুক পোস্ট।</i></p> <p><i>অনিন্দ্যর ফেসবুক পোস্ট।</i></p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/03/05/original/cdbc095f-1c51-480d-93e4-0023b61a4086_1678015106199.jpg)
অনিন্দ্যর ফেসবুক পোস্ট।
প্রসঙ্গত প্রতি বছরের মতো এবারও বছরের সেরা গান, সেরা অ্যালবাম, সেরা সঙ্গীত পরিচালক-সহ বিভিন্ন বিভাগের সেরাদের সম্মানিত করা হবে। নমিনেশনের তালিকায় নাম রয়েছে অরিজিৎ থেকে নচিকেতা, উষা উত্থুপ থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায়দের। প্রসঙ্গত, সৃজিতের ‘এক্স=প্রেম (X=Prem)’-এর ভালোবাসার মরসুম গানের জন্য সেরা গায়ক এবং গায়িকার দৌড়ে রয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল।
তবে বাঙালি গানপ্রেমীরা কিন্তু অপেক্ষা করছেন ফলাফলের। নমিনেশনের তালিকা চলতি বছরে নিসন্দেহে নজরকাড়া। এখন দেখার সেরা হওয়ার সম্মান কার কার ঝুলিতে এসে পড়ে। দিনকয়েকের মধ্যেই সামনে এসে যাবে চূড়ান্ত ফলাফল।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here