ফেসবুক লাইভে জীবন শেষের প্রচেষ্টা কপিল শর্মার প্রাক্তন সহকর্মীর
আচমকাই ফেসবুক লাইভে এসে নিজের প্রাণ শেষ করতে চাইলেন কপিল শর্মার প্রাক্তন সহকর্মী। বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে একটি শোতে কাজ করেছিলেন তিনি। তাঁর এই পদক্ষেপ হতচকিত করে দিয়েছে সকলকেই।
ফেসবুক লাইভে এসে প্রথমে তীর্থানন্দ রাও বলে এই ব্যক্তি নিজের লিভ ইন সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ আনেন। এই জনপ্রিয় সমাজ মাধ্যমে সবার সামনে তার বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন তাঁর সঙ্গী তাঁকে লাগাতার ব্ল্যাকমেল করছিলেন এবং তাঁর থেকে টাকা নিয়ে চলেছেন। চরম দেনায় ডুবে তিনি। এই অত্যাচার সহ্য না করতে পেরে তিনি নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন বলেই জানান। তারপরই তাঁকে সেই ফেসবুক লাইভ চলাকালীন পোকা মারার বিষ খেয়ে নেন একটি শিশি থেকে।
এরপরই তাঁর বন্ধুরা এই ভিডিয়ো দেখে ভীত সন্ত্রস্ত হয়ে তড়িঘড়ি তাঁর বাড়িতে পৌঁছন এবং তাঁকে নিয়ে হাসপাতালে যান। এমনটাই পুলিশ কর্মীদের তরফে জানানো হয়েছে। পুলিশ কর্মীরা আরও জানান এই তীর্থানন্দ রাও নামক ব্যক্তির বন্ধুরাই পুলিশকে খবর দেন। তাঁকে বাড়িতে গিয়ে অচৈতন্য অবস্থায় উদ্ধার করার পর তাঁকে নিয়ে হাসপাতালে যেতে যেতেই পুলিশকে খবর দেন তাঁরা।
জানা গিয়েছে গত বছরের অক্টোবর মাস থেকে তিনি একজন মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। এবং শেষ পর্যন্ত এই ভিডিয়োতে সেই মহিলাকে দায়ী করেন এমন চরম পদক্ষেপ নেওয়ার জন্য।
তীর্থানন্দ জানান দে মহিলা তাঁর নামে পুলিশের কাছে মিথ্যে অভিযোগ করেন এবং তাঁকে লাগাতার বিয়ের জন্য জোরাজুরি করছিলেন। এদিকে তাঁর মাথার উপর অনেক দেনা রয়েছে। সবটা নিয়ে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন এবং এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
পুলিশের তরফে জানানো হয়েছে এই ব্যক্তি এখন বিপদমুক্ত। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। প্রসঙ্গত, কমেডি সার্কাস কে আজুবে শোতে তিনি কপিল শর্মার সঙ্গে কাজ করেছিলেন।
For all the latest entertainment News Click Here