ফেল ভাইজান-রণবীররা,পাঠানের পর এবছরে সবচেয়ে বেশি টাকা আয় ‘দ্য কেরালা স্টোরি’র!
আক্ষরিক অর্থে কোনও স্টার-পাওয়ার সঙ্গে ছিল না ‘দ্য কেরালা স্টোরি’র। তবে বিতর্ক আর বিষয়বস্তুতে ভর দিয়েই বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি। আশ্চর্যজনকভাবে ছবির প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে আয়ের পরিমাণ লাফিয়ে বাড়ল। দেশের দুই রাজ্যের হলে এই ছবি চলেনি, কেরলেও নামমাত্র প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এই ছবি। তাতেও খুব বেশি ফারাক দেখা গেল না ‘দ্য কেরালা স্টোরি’র কালেকশনে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ-সহ দেশের একাধিক রাজ্যে করমুক্ত এই ছবি তরতরিয়ে এগোচ্ছে ২০০ কোটির ম্যাজিক ফিগারের দিকে।
দেশের বক্স অফিসে ১৫০ কোটির গণ্ডি পার করতে ব্যর্থ হয়েছে রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি মেয় মক্কার’। ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতেই হিমসিম খেয়েছেন ভাইজান। ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর কালেকশন যেখানে মাত্র ১১০ কোটি টাকা, সেই জায়গায় মুক্তির প্রথম দু-সপ্তাহে ১৭১.৭২ কোটি টাকা আয় করে নিয়েছে আদা শর্মা, যোগিতা বিহানি অভিনীত এই ছবি।
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট বার্তায় জানান, ‘দ্য় কেরালা স্টোরি দ্বিতীয় সপ্তাহে অসাধারণ ফল করেছে। তৃতীয় সপ্তাহেও কালেকশন দুর্দান্ত হবে।…. প্রথম সপ্তাহ ৮১.১৪ কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহ ৯০.৫৮ কোটি টাকা। মোট- ১৭১.৭২ কোটি টাকা’। ইতিমধ্যেই ব্লকবাস্টার ছবির তকমা পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। কানাডা-মার্কিন মুলুকেও ভালো সাড়া পাচ্ছে এই ছবি। বিশ্ব বক্স অফিসে ইতিমধ্যেই ২০০ কোটির গণ্ডি পার করতে সফল বিপুল শাহ প্রযোজিত ধর্মান্তকরণের এই ছবি। এর মাঝেই ব্রিটিশ যুক্তরাজ্যেও মুক্তি পেল ‘দ্য কেরালা স্টোরি’।
অন্যদিকে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কা প্রকাশ করে গত ৮ই মে ‘দ্য কেরালা স্টোরি’কে নিষিদ্ধ ঘোষণা করেছিল মমতা সরকার। সেই রায়ের উপর গতকাল (বৃহস্পতিবার) স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায় পশ্চিমবঙ্গের হলে অবিলম্বে ফেরাতে হবে এই ছবি। স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ছবির নির্মাতারা। পাশাপাশি শুক্রবারই ছবির প্রচারে তিলোত্তমায় পা দিচ্ছেন আদা শর্মা, সুদীপ্ত সেন।
ট্রেড অ্যানালিস্টদের দাবি অতি সহজেই দেশের বক্স অফিসে ২৫০ কোটির গণ্ডি পার করে ফেলবে ‘দ্য় কেরালা স্টোরি’। ‘পাঠান’ ধরা ছোঁয়ার বাইরে হলেও নারীকেন্দ্রিক কোনও ছবির এমন অভূতপূর্ব সাফল্য ২০২৩-এ দাঁড়িয়েও বিরল বলিউডে! এর জন্য টিম ‘দ্য কেরালা স্টোরি’কে কুর্নিশ জানাতেই হবে।
For all the latest entertainment News Click Here