ফেলুদা, তোপসে, জটায়ুর জুটি এবার কাঠমাণ্ডুতে! প্রকাশ্যে এল মোশন পোস্টার
আবার ফেলুদা আসছে! তবে এবার বড়পর্দায় নয়, ওয়েব মাধ্যমে। আড্ডাটাইমসে। এতদিন ধরে গোটা বিষয়টা নিয়ে নানা গুজব, জল্পনা চলেছে। অবশেষে তাতে সিলমোহর পড়ল।
আড্ডাটাইমস ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে নতুন কাজ যত কাণ্ড কাঠমাণ্ডুতে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিরিজ যত কাণ্ড কাঠমাণ্ডুতে আসছে আড্ডাটাইমসে। এই সিরিজের প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।
আড্ডাটাইমসের তরফে সদ্যই প্রকাশ্যে আনা হল এই সিরিজের মোশন পোস্টার। সেখানে লেখা হয়, ‘ফেলুদা, তোপসে এবং জটায়ু এবার কাঠমাণ্ডুতে।’ সেখানে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখা হয় যত কাণ্ড কাঠমাণ্ডুতে, আড্ডাটাইমস, আড্ডাটাইমস এখন জমজমাট, নতুন কনটেন্ট অ্যালার্ট। এখানে ফেলুদার ভূমিকায় থাকবেন টোটা রায়চৌধুরী।
তবে কেবল ফেলুদা নয় আরও একগুচ্ছ কনটেন্টের ঘোষণা করল আড্ডাটাইমস। ১৪ এপ্রিল প্রথম শো মুক্তি পাবে এই ওটিটি প্ল্যাটফর্মে। অভিনন্দন দত্ত পরিচালিত সিরিজ অমৃতের সন্ধানে দ্য বেনারস চ্যাপ্টার দেখানো হবে প্রথমে। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে চন্দন রায় সান্যাল, সৌরসেনী মৈত্র, প্রমুখকে। এছাড়া মে মাসে আসছে জেন্টলম্যান। এটির পরিচালনা করেছেন কোরক মুর্মু। এখানে জয় সেনগুপ্ত, মীর আফসার আলি, প্রমুখকে দেখা যাবে। এছাড়া আগামীতে আমেরিকান সেন্টার অ্যাটাক, অভিশপ্ত, নন্দিনী, পেত্নী, প্রেমে পড়া বারণ, ইত্যাদি মুক্তি পেতে চলেছে। আসছে একাধিক সিনেমাও, যার মধ্যে আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাবেরী অন্তর্ধান, কোয়েল মল্লিকের মিতিন মাসী, পরমব্রত চট্টোপাধ্যায়ের সাগরদ্বীপের জকের ধন, ইত্যাদি।
এই ওটিটি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয় ২০১৬ সালে। এরপর থেকে এখানে বিভিন্ন জ্যঁরর বাংলা কনটেন্ট দেখা যেতে থাকে। যার অন্যতম হল ফেলুদা। এবার সেই ফেলুদার হাত ধরেই আসছে যত কাণ্ড কাঠমাণ্ডুতে। সত্যজিৎ রায়ের লেখা গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে এই সিরিজ। এখানে টোটা রায়চৌধুরী ছাড়াও অন্যান্য ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী, কল্পন মিত্র, রাহুল বন্দ্যোপাধ্যায়, ভরত কল, প্রমুখকে।
For all the latest entertainment News Click Here