ফের হলিউড পাড়ি ‘মির্জাপুর’এর গুড্ডু ভাইয়ার, সঙ্গ দেবেন হলি-তারকা জেরার্ড বাটলার!
ফের হলিউডে পাড়ি দিলেন জনপ্রিয় বলি-অভিনেতা আলি ফজল। ছবির নাম ‘কান্দাহার’। বিখ্যাত হলি-তারকা জেরার্ড বাটলারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। বলাই বাহুল্য, ‘কান্দাহার’-য়ে প্রধান ভূমিকায় দেখা যাবে ‘৩০০’ ছবি খ্যাত নায়ক জেরার্ড-কে। এই ছবিতে একজন মার্কিনি গুপ্তচর সংস্থা সিআইএ-র এজেন্ট হিসেবেই দর্শকদের সামনে হাজির হবেন এই হলি-তারকা। জোর খবর, রিক রোমান ওয়ের পরিচালনায় এই অ্যাকশন থ্রিলারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘মির্জাপুর’-এর ‘গুড্ডু ভাইয়া’-কে। জানিয়ে রাখা ভালো ‘কান্দাহার’ আলির চার নম্বর হলিউড প্রোজেক্ট হতে চলেছে। এর আগে ‘ফিউরিয়াস সেভেন’, ‘ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল’ ছবিতে দেখা গেছে এই বলি-অভিনেতাকে। মুক্তির অপেক্ষায় দিন গুনছে কেনেথ ব্রানাঘের ‘ডেথ অন দ্য নাইল’ ছবিটি।
মার্কিন প্রতিরক্ষা বাহিনীর প্রাক্তন দুঁদে আধিকারিক মিশেল লেফর্চুনের সঙ্গে জোট বেঁধে এই ছবির গল্প ও চিত্রনাট্য বুনেছেন পরিচালক রিক রোমান ওয়ে। জানা গেছে, আফগানিস্তানের বিপদসঙ্কুল জায়গায় মিশেল লেফর্চুনের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করেই লেখা হয়েছে এই ছবির গল্প। জোর খবর, খুব তাড়াতাড়ি সৌদি আরবে শুরু হতে চলেছে এই ছবির প্রথম দফার শ্যুটিং।
‘কান্দাহার’ ছবি প্রসঙ্গে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলি জানিয়েছেন, এই ছবির গল্প এককথায় দারুণ রোমাঞ্চকর। স্বভাবতই তাই একবার শুনেই পছন্দ হয়েছিল তাঁর। আলির কথায়, ‘নতুন কিছু করতে সবসময় আগ্রহী হয়ে থেকেছি। এক্ষেত্রেও সেই কথাই প্রযোজ্য’। তবে এই ছবিতে তাঁর চরিত্রটি ঠিক কীরকম সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ‘গুড্ডু ভাইয়া’।
For all the latest entertainment News Click Here