ফের শ্রীলঙ্কা টিমে ফিরলেন মালিঙ্গা, এ বার বড় দায়িত্ব কাঁধে নিয়ে
ফের দলে ফিরলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং অভিজ্ঞ ফাস্টবোলার লসিথ মালিঙ্গা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী সপ্তাহে সাদা বলের সিরিজের জন্য দলের বোলিং কৌশলের কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে মালিঙ্গাকে। দলের কৌশল পরিকল্পনায় মালিঙ্গা সাহায্য করবেন বলে জানা গিয়েছে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজের সময়ে শ্রীলঙ্কার দলের হয়ে মালিঙ্গা এই ভূমিকা পালন করেছিলেন। অবশ্য পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ক্রিকেট একটি বিবৃতিতে জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট আত্মবিশ্বাসী যে মালিঙ্গার বিশাল অভিজ্ঞতা এবং বিখ্যাত ডেথ-বোলিং দক্ষতা, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে, এই গুরুত্বপূর্ণ সিরিজে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’
শ্রীলঙ্কা বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। যার মধ্যে তরুণ জুটি টপ অর্ডার ব্যাটসম্যান নুওয়ানিদু ফার্নান্দো এবং ডানহাতি পেসার মাথিশা পাথিরানা প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন। শ্রীলঙ্কার তারকা লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গাও ফিরেছেন দলে।
সম্প্রতি আইপিএল থেকে ফিরেছেন মালিঙ্গা। চলতি মরশুমে রাজস্থান রয়্যালস দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। মালিঙ্গার তত্ত্বাবধানে শ্রীলঙ্কার বোলাররা কেমন পারফরম্যান্স করেন, সেটাই দেখার বিষয় হবে।
মালিঙ্গা ২০১৯ সালের জুলাই মাসে তাঁর ওডিআই কেরিয়ারে ইতি টেনেছিলেন। শেষ এবং ২০২০ সালের মার্চ মাসে তিনি তাঁর শেষ টি-টোয়েন্টি খেলেন। ১০১টি টেস্ট উইকেট ছাড়াও তিনি ৩৩৮টি ওডিআই উইকেট এবং-টোয়েন্টিতে ১০৭ টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ান দল বুধবার রাতে কলম্বোতে পৌঁছে গিয়েছে। ছয় বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে অজিরা।
For all the latest Sports News Click Here