ফের শিরোনামে শাকিব, ইদের আগেই তাঁর নামে মানহানির মামলা করলেন ছবির প্রযোজক
শাকিব খান (Shakib Khan) আর বিতর্ক দুই যেন এখন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। বিতর্ক যেন কিছুতেই এই বাংলাদেশি অভিনেতার পিছু ছাড়ছে না। একই কারণে ইদের আগে ফের শিরোনামে উঠে এলেন। দীর্ঘদিন ধরেই তাঁর এবং তাঁর ছবির প্রযোজকের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা চলেছে। এবার ঠিক ইদের আগেই অভিনেতার নামে মানহানির মামলা (Defamation Case) করলেন প্রযোজক রহমত উল্লাহ। এই মামলার তদন্তের জন্য বাংলাদেশের আদালতের তরফে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কেন এই মামলা? রহমত উল্লাহর আইনজীবী জানিয়েছেন, রহমত একজন প্রযোজক। আর শাকিব তাঁর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন বা বক্তব্য করেছেন সেগুলো মানহানিকর। এটার কারণে তিনি ভীষণই বিরক্ত বোধ করেছেন বলেও জানান। সেই কারণেই এই মামলা করেছেন রহমত।
শাকিব নিজেও গতমাসে এই প্রযোজকের নামে একাধিক মামলা করেছেন। অভিযোগ করেছিলেন একাধিক বিষয়ে। আদালতের নির্দেশে সেই মামলার তদন্তও করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। আপাতত এই মামলার পরবর্তী শুনানি হবে ২৬ এপ্রিল। সেদিন প্রযোজককে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই বলা হয়েছে বাংলাদেশের সিএমএম আদালতের তরফে।
বাংলাদেশের সংবাদ সংস্থার তরফে যোগাযোগ করা হলে রহমত উল্লাহ তাঁদের বলেন শাকিব তাঁর বিরুদ্ধে যা যা কেস করেছেন সেগুলোর জবাব তিনি কোর্টে দেবেন। আইনি লড়াই আইনি পথেই লড়বেন। তবে তিনি তাঁর বিরুদ্ধে এই মামলা করেছেন কারণ অভিনেতা তাঁর নামে যে যে মন্তব্যগুলো করেছেন, যে অভিযোগ এনেছেন সেগুলো মানহানিকর।
অভিনেতার আইনজীবীও অবশ্য একই কথা জানিয়েছেন যে তাঁর বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেটা তাঁরা আইনি পথেই মোকাবিলা করবেন।
বিষয়টা কী? কী নিয়ে তরজা এত?
শাকিব খান ২০১৭ সালে যখন অস্ট্রেলিয়া গিয়েছিলেন তখন নাকি তিনি এক মহিলা প্রযোজককে ধর্ষণ করার চেষ্টা করেন। এমন অভিযোগের পরই বিতর্ক দানা বাঁধে। হয় দীর্ঘ বৈঠক। তবে অভিনেতা কখনই এই অভিযোগ মানেননি।
For all the latest entertainment News Click Here