ফের লিভারপুল বধ রিয়ালের,চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বেঞ্জেমারা,ছিটকে গেল ক্লপের দল
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। করিম বেঞ্জেমার করা একমাত্র গোলে দুই লেগেই লিভারপুলকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন ক্লাব।
সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে ১-০ গোলে জেতে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো কার্লো আনসেলোত্তির টিম।
বার্নাব্যুতে অবশ্য রিয়ালের কোনও চাপ ছিল না। কোয়ার্টারে যেতে হলে কোনও মিরাকেল ঘটাতে হত লিভারপুলকেই। তাই এই ম্যাচের ৯০ মিনিট লিভারপুলের কাছে যেন মরণ-বাঁচন লড়াই ছিল। কারণ প্রথম লেগে লিভারপুলের মাঠে তাদের ৫-২ হারিয়েই কার্যত নিজেদের শেষ আটের পথটা পরিষ্কার করে রেখেছিল রিয়াল মাদ্রিদ। এর পর ফিরতি লেগে নিজেদের ঘরের মাঠে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি পোঁতেন বেঞ্চেমা। চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দলটির এটি ছিল ৩০০তম ম্যাচ। সেই ম্যাচটি জিতে দিনটি স্মরণীয় করে রাখল রিয়াল।
গত বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও ১–০ ব্যবধানে লিভারপুলকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। সে বার গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। আর এ বার কোয়ার্টার ফাইনালেই লিভারপুলকে ছিটকে দিলেন রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে গোল করে বেঞ্জেমা গড়ে ফেললেন নজিরও।
লিভারপুলের বিরুদ্ধে এই নিয়ে ৭টি গোল করলেন ফরাসি ফরোয়ার্ড। যা লিভারপুলের বিরুদ্ধে করা চ্যাম্পিয়নস লিগে কোনও খেলোয়াড়ের করা সর্বোচ্চ। চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের শেষ আট ম্যাচে ১৩ গোল হয়ে গেল তাঁর।
জুরগেন ক্লপের মতো তাঁর শিষ্যরাও অনেক প্রত্যাশার কথা শুনিয়ে এলেও রিয়ালের সামনে পড়লেই চিড়েচ্যাপ্টা হওয়া যেন লিভারপুলের কাছে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে তারা রিয়ালের কাছে টানা ৩ ম্যাচে হারল। ২০০৯ সালের পর থেকে স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে জিততেই পারেনি লিভারপুল।
এ দিন পুরো খেলা জুড়ে দুই দল অসংখ্য সুযোগ নষ্ট করার পর ৭৮ মিনিটে ব্যবধান গড়ে দেন রিয়ালের ফরালি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। মাঝমাঠ থেকে এডুয়ার্ডো কামাভিঙ্গার বাড়ানো বল ভার্জিল ভ্যান ডাইকের চ্যালেঞ্জ কাটিয়ে নিয়ন্ত্রণে নিতে পারেননি বেঞ্জেমা। ছুটে গিয়ে বলে পা ছোঁয়াতে পারেননি ভিনিসিয়াসও। তবে ভারসাম্য হারিয়েও কোনও মতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুঁজে নেন বেঞ্জেমাকে। তাঁর বাড়ানো বলই ফরাসি তারকা জালে জড়ান।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ছাড়া শেষ আটে খেলা নিশ্চিত করেছে নাপোলি, বায়ার্ন মিউনিখ, ম্যাঞ্চেস্টার সিটি, চেলসি, বেনফিকা, এসি মিলান এবং ইন্টার মিলান।
For all the latest Sports News Click Here