ফের রেগে গেলেন সলমন! বিগ বসে আবার কে ভাইজানের রোষের মুখে পড়লেন
বিগ বস ১৬র শনিবারের পর্বে সলমন খানকে দেখা যাবে একদম অন্য রূপে। এবারের প্রতিযোগী অর্চনা গৌতমকে ধমক দেবেন ভাইজান। কিন্তু কেন? কী করেছেন অভিনেত্রী? প্রোমো ভিডিয়ো থেকে জানা গিয়েছে অর্চনা সুম্বুল তৌকির খান এবং শালিন ভানোতকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাঁদের রূপ নিয়ে কথা বলেছেন সেই কারণেই সঞ্চালক সলমন তাঁকে ধমকাবেন। কিন্তু তিনি কি বললেন তাঁকে?
অর্চনাকে সলমন বলেন, ‘অর্চনা তুমি কিন্তু অতিরিক্ত উড়ছ। ব্যবহার দেখেছ নিজের? সুম্বুলকে কী বললে তুমি? মুখ দেখে রাজা রানী বানাতে বললে। ভারতের সবাই এই মুখটাই চেনে। আর এই মুখটার জন্যই সবাই তাকে চেনে। নিজেকে কী ভাবো তুমি? শালিনকেও বা ওটা কী বললে? ওর মুখ কুকুরের মতো?’
শালিন এই সময় কথা বলার চেষ্টা করেন বটে কিন্তু সলমন তাঁকে কথা বলতে দেন না। উল্টে তাঁর উপর চেঁচিয়ে ভাইজান বলেন, ‘আমি বললাম তো এখন নয়।’ এরপর প্রোমো ভিডিয়োতে সলমনকে প্রশ্ন করতে দেখা যায় যে প্রতিযোগীরা কাকে বিগ বস হাউজ থেকে বাদ দিতে চাইছেন? এটার উত্তরে অর্চনা, এমসি স্ট্যান এবং সুম্বুল শালিনের নাম বলেন।
এই প্রোমোতে একই সঙ্গে এটাও দেখা যায় যে টিনা দত্ত জানাচ্ছেন যে কেন এই শোতে তাঁর কোনও স্বার্থহীন সম্পর্ক নেই, কেন তিনি প্রতিটা সম্পর্ককেই একটা ডিল হিসেবে দেখেন। তিনি বলেন, ‘আমি বিগ বসে এসেছি প্রতিযোগী হিসেবে। একজন আলাদা ব্যক্তি হিসেবে। আমি সুযোগ পেলে আমার মতো করেই খেলব। যে সুযোগ পাবো সেটার পূর্ণ ব্যবহার করব। আমি ওদের বলেছি আমি যদি কারও বিরুদ্ধে গিয়ে তোমায় সাপোর্ট করে থাকি তাহলে আমি আগে দেখব সেটা করে আমার কী লাভ হচ্ছে।’
সলমন যখন তাঁকে প্রশ্ন করেন যে একই খেলা কি তিনি শালিনের সঙ্গেও খেলছেন? এর উত্তরে তিনি বলেন, ‘আমি ওর থেকে দূরে থাকব। আমি ওর সঙ্গে সেই এক বন্ধুত্ব আর বজায় রাখব না, কারণ এই বন্ধুত্ব আমার কোনও উপকার করেনি। উল্টে ক্ষতি করেছে।’
For all the latest entertainment News Click Here