ফের রমেশ পাওয়ারেই আস্থা BCCI-এর, মন্ধানাদের কোচ হিসেবে বহাল থাকলেন ‘মুম্বইকার’
শুভব্রত মুখার্জি
মাত্র কয়েকমাস আগেই নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি আয়োজিত মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতীয় মহিলা দলকে। মিতালির নেতৃত্বাধীন ভারতীয় দলের সেই হতাশাজনক বিদায়ের পরবর্তীতে সিনিয়র মহিলা দলের হেড কোচের পদটি নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। আদৌ প্রাক্তন ভারতীয় অফ স্পিনার রমেশ পাওয়ারকে হেড কোচের দায়িত্বে রাখা হবে কিনা, তা নিয়ে দ্বিধা ছিল। তবে শেষ পর্যন্ত রমেশ পাওয়ারেই আস্থা রাখল বিসিসিআই। ভারতীয় সিনিয়র মহিলা দলের হেড কোচ হিসেবে পুনরায় বহাল রাখা হল রমেশ পাওয়ারকেই।
বিসিসিআইয়ের তরফে এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণাও করে দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আরও এক বছরের জন্য ভারতীয় সিনিয়র মহিলা দলের কোচ হিসেবে কাজ করবেন রমেশ (পাওয়ার)। সামনের মাসগুলোতে ভারতীয় মহিলা ক্রিকেটারদের সঙ্গে একসাথে মিলে তিনি কাজ করবেন।’
২০১৭ সালের ফাইনালিস্ট ভারত এ বার গ্রুপ পর্বের বাধা ও টপকাতে না পারার ফলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, আদৌ রমেশ পাওয়ারকে বিসিসিআই ভারতীয় দলের কোচ হিসেবে বহাল রাখবে কিনা । তার সঙ্গে চুক্তির নবীকরন আদৌ করা হবে কিনা ? তবে শেষ পর্যন্ত সমস্ত জল্পনাতে আপাতত দাড়ি পরে গেল। পাওয়ার জাতীয় নির্বাচক এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তাদেরকে তিনি বলেও দিয়েছেন, ঠিক কি ধরনের ক্রিকেটার তাঁর লাগবে আসন্ন কমনওয়েলথ গেমসের জন্য। সেই উদ্দেশ্যে ক্রিকেটার খুঁজে নিতে বেঙ্গালুরুতে স্পেশ্যাল ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ডব্লু ভি রমনকে সরিয়ে পাওয়ারকে কোচ করা হয়েছিল। এবার ফের তাঁকেই বহাল রাখা হল।
For all the latest Sports News Click Here