ফের পচা শামুকে পা কাটল হরমনপ্রীতদের, বাংলাদেশের কাছে প্রথমবার WODI হার ভারতের
লজ্জার হার বললে মোটেও ভুল বলা হয় না। ধারে ও ভারে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে তারকাখচিত ভারতের মহিলা ক্রিকেট দল। তাই এবারের বাংলাদেশ সফরে হরমনপ্রীত কৌরদের কাছ থেকে দাপুটে পারফর্ম্যান্স আশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে সমর্থকদের নিতান্ত হতাশ করলেন হরমনরা।
বাংলাদেশে পা দিয়ে প্রথম ২টি টি-২০ ম্যাচ জিতলেও সিরিজের শেষ টি-২০ ম্য়াচে হারতে হয় ভারতকে। ব্যাটারদের হতশ্রী পারফর্ম্যান্স সত্ত্বেও ভারত কোনও রকমে টি-২০ সিরিজ জিতে মুখরক্ষা করে। এবার পরবর্তী ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে হরমনপ্রীতরা যে রকম ল্যাজেগোবরে হন, সাম্প্রতিক সময়ে এমন বিপর্যয়ের মুখে পড়তে দেখা যায়নি তাঁদের।
লো-স্কোরিং ম্যাচে বাংলাদেশের ঝুলিয়ে দেওয়া নিতান্ত সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভরাডুবির মুখে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। ১৫২ রান তাড়া করতে নেমে কোনও রকমে একশো টপকে অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ডাহা ফেল ভারতের তারকা ব্যাটাররা।
মীরপুরে টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাট করতে পাঠান হরমনপ্রীত। শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকা বাংলাদেশ একসময় ১১৬ রানে ৭ জন ব্যাটারকে খুইয়ে বসে। সেখানে তারা দেড়শো রানের গণ্ডি টপকে যায় ভারতীয় বোলারদের আত্মতুষ্টির সুযোগ নিয়ে। বাংলাদেশ ৪৩ ওভারে ১৫২ রানে অল-আউট হয়ে যায়।
আরও পড়ুন:- Emerging Asia Cup 2023: সুপারম্যানসুলভ অবিশ্বাস্য ক্যাচে ঋদ্ধিমান সাহাকে মনে করালেন ধ্রুব জুরেল- ভিডিয়ো
ক্যাপ্টেন নিগার সুলতানা দলের হয়ে সব থেকে বেশি ৩৯ রান করেন। ৬৪ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। এছাড়া মুর্শিদা খাতুন ১৩, ফরজানা হক ২৭, রাবেয়া খান ১০, সুলতানা খাতুন ১৬ ও ফহিমা খাতুন ১২ রান করেন।
ভারতের হয়ে ৩১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন আমনজ্যোৎ কৌর। ৩৬ রানে ২টি উইকেট নেন দেবিকা বৈদ্য। ২৬ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। বাংলাদেশের দু’জন ব্যাটার রান-আউট হয়ে সাজঘরে ফেরেন। ব্যাট করতে নামেননি স্বর্ণা আক্তার।
আরও পড়ুন:- Duleep Trophy 2023: ব্যাটে-বলে চমকে দিয়েছেন KKR-এর রানা, দলীপ ট্রফিতে সর্বোচ্চ রান ও সর্বাধিক উইকেট সংগ্রহ করেছেন কারা?
জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩৫.৫ ওভারে মাত্র ১১৩ রানে অল-আউট হয়ে যায়। ৪৪ ওভার প্রতি ইনিংসে কমে দাঁড়ানো ম্যাচে ৪০ রানে হার মানে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তারা তিন ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ে। উল্লেখযোগ্য বিষয় হল, মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশ এই প্রথমবার হারাল ভারতকে।
দীপ্তি শর্মা ২০, প্রিয়া পুনিয়া ১০, স্মৃতি মন্ধনা ১১, যস্তিকা ভাটিয়া ১৫, হরমনপ্রীত কৌর ৫, জেমিমা রডরিগেজ ১০, আমনজ্যোৎ কৌর ১৫, দেবিকা বৈদ্য ১০, পূজা বস্ত্রকার ৭ ও অনুষা বরেড্ডি ২ রান করেন। খাতা খুলতে পারেননি স্নেহ রানা।
বাংলাদেশের হয়ে ২৯ রানে ৪ উইকেট নেন মারুফা আক্তার। ৩০ রানে ৩টি উইকেট নেন রাবেয়া খান। ১টি করে উইকেট দখল করেন নাহিদা আক্তার ও সুলতানা খাতুন। ম্যাচের সেরা হন মারুফা।
For all the latest Sports News Click Here