ফের ধাক্কা সুশান্তের পরিবারে! ‘ন্যায়’- ছবির প্রদর্শন বন্ধের আবেদনে ‘না’ আদালতের
‘ন্যায়: দ্য জাস্টিস’-ছবির প্রদর্শন বন্ধ করার আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। যে ছবিটি প্রয়াত বলি অভিনেতা সুশান্তের জীবনের উপর তৈরি হয়েছে। ‘ন্যায়: দ্য জাস্টিস’ ছবির প্রদর্শন বন্ধের আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট জানায় এই ছবির সুশান্তের প্রচার বা গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে না, কারণ উনি মারা গিয়েছেন। ছবির সঙ্গে এই বিষয়টির কোনও সম্পর্ক নেই।
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে মৃত্যু একবছর পর ২০২১-এর জুনে লাপালাপ প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘ন্যায়: দ্য জাস্টিস’ ছবিটি। এই ছবিটির প্রদর্শন বন্ধ করার আবেদন করেছিলেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। এই আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি সি হরি শঙ্কর বলেন, ‘সেলিব্রিটি হিসাবে ক্ষণস্থায়ী কিছুর উপর আইনী অধিকার বেঁধে রাখা একটি অক্সিমোরন। আইন সেলিব্রিটি সংস্কৃতি প্রচারের বাহন নয়।’
আরও পড়ুন-শেখর ছিল বুড়ো! মা পায়ে ধরেছিল এই বিয়ে না করতে, নিজেই নিজের ক্ষতি করি: সুচিত্রা
আরও পড়ুন-অপরাজিতার বাড়িতে ভাড়া থাকছেন, লাভগুরু বাড়িওয়ালির কী পরামর্শ পেলেন মধুমিতা?
এদিন আদালত জানায়, ‘আইনের চোখে সকলে সমান। এটা শুধু সেলিব্রিটিদের অধিকার রক্ষার জন্য নয়। আইন সকলকে বিচারের প্রতিশ্রুতি দেয়।’ অর্থাৎ শেষপর্যন্ত এদিন দিল্লি আদালত ‘ন্যায়: দ্য জাস্টিস’-ছবির প্রদর্শন বন্ধের আবেদন খারিজ হয়ে যায়। বলা হয়, এই ছবি ভারতের সংবিধানের ১৯(২) অনুচ্ছেদ লঙ্ঘন করেনি। এর আগে ‘ন্যায়: দ্য জাস্টিস’-ছবিটি সুশান্ত সিং রাজপুতের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে বলে মামলা দায়ের করেছিলেন সুশান্তের বাবা।
এর আগে ‘ন্যায়: দ্য জাস্টিস’-ছবির প্রদর্শন বন্ধের আবেদন করে দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা করেছিলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং। আদালত সেই আবেদন খারিজ করে দিলে কেকে সিং দিল্লি হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আবেদন করেন। এবার তাঁর সেই আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এর আগে গত ২০২১-এর ১০ই জুন দিল্লি হাইকোর্টের তরফে ফিল্ম ‘ন্যায় : দ্য জাস্টিস’ (‘Nyay: The Justice’) সুশান্তের বায়োপিক নয়, এবং সেখানে সুশান্তের জীবনের সকল ঘটনা হুবহু বর্ণনা দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়নি। সেসময়ও সুশান্তের পরিবারের ছবি প্রদর্শন বন্ধের আবেদন খারিজ হয়ে গিয়েছিল।
For all the latest entertainment News Click Here