ফের জোট বাঁধছেন অজয়-রোহিত, কবে ফিরছে বাজিরাও সিংঘম?
আবার বলিউডে আসছে ধুন্ধুমার অ্যাকশন ভরপুর ছবি। জুটি বাঁধছেন অজয় দেবগন এবং রোহিত শেট্টি। আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে সিংঘম এগেন। স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাচ্ছে এই ছবি। অন্তত তেমনই বার্তা দিলেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।
ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে এই ছবির বার্তা দেন। জানান আবার একসঙ্গে কাজ করতে চলেছেন রোহিত শেট্টি এবং অজয় দেবগন। একত্রে আনবেন অ্যাকশন মুভি। তিনি তাঁর সেই টুইটারের পোস্টে জানান সিংঘম ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি সিংঘম এগেন আগামী বছর মুক্তি পাবে। অর্থাৎ ২০২৪ সালের ১৫ অগস্ট।
তিনি তাঁর পোস্টে লেখেন, ‘এক্সক্লুসিভ, অজয় দেবগন-রোহিত শেট্টি সিংঘম এগেন আনছেন ২০২৪ এর ১৫ অগস্ট। রোহিত শেট্টির সুপার সাকসেসফুল সিংঘম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হল সিংঘম এগেন। অজয় দেবগন আবার আসছেন বাজিরাও সিংঘম হয়ে।’ এবার তাঁর সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। চলতি বছরের অগস্ট থেকে শুরু হবে শ্যুটিং।
প্রসঙ্গত অজয় দেবগনকে শেষবার ভোলা ছবিতে দেখা গিয়েছিল। এটা দক্ষিণী ছবি কাইথির রিমেক। ছবিটির পরিচালনা করেছিলেন অভিনেতা নিজেই। দু সপ্তাহ বক্স অফিসে চলার পর ১০০ কোটির গণ্ডি পেরিয়েছিল এই ছবি। আগামী ২৩ জুন মুক্তি পাবে তাঁর ময়দান ছবিটি। অন্যদিকে দীপিকাকে শেষবার পাঠান ছবিতে দেখা গিয়েছিল শাহরুখের সঙ্গে। আগামীতে তাঁকে ফাইটার, প্রজেক্ট কে ইত্যাদি ছবিতে দেখা যাবে। ফাইটার ছবিতে তিনি জুটি বাঁধবেন হৃতিকের সঙ্গে। আর প্রজেক্ট কে-তে তাঁর সঙ্গে থাকবেন দক্ষিণী তারকা প্রভাস। এই ছবিতে অমিতাভ বচ্চনকেও দেখা যাবে।
তবে এই বিষয়ে উল্লেখযোগ্য রোহিত শেট্টির শেষ পরিচালিত ছবি সার্কাসের ভরাডুবি হয়েছিল বক্স অফিসে। এতটুকু চলেনি রণবীর সিং অভিনীত সেই ছবি। কিন্তু প্রভাব কাটিয়ে তিনি নতুন ভাবে নতুন কাজ নিয়ে ফিরে আসছেন।
For all the latest entertainment News Click Here