ফের চালু হল, দেবের ‘প্রজাপতি’র সঙ্গে নতুন রূপে এল চন্দননগরের এই সিনেমা হল
করোনা মহামারীর জেরে ধুকছিল বিনোদন ব্যবসা। রাজ্যের একাধিক সিনেমাহল, সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে গিয়েছিল মহামারীর পর। কাজ হারিয়েছিলেন অগুণতি মানুষ। তেমনি, একই দশা হয়েছিল চন্দননগরের ‘শ্রী দুর্গা ছবিঘর’ সিনেমা হলেরও। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রজাতন্ত্র দিবসের দিন নতুন করে চালু হল এই প্রেক্ষাগৃহ।
১৯৩৬ সালে তৈরি হয় এই সিনেমা হল। দেবের ‘প্রজাপতি’ ছবির হাত ধরে নতুন রূপে আত্মপ্রকাশ করল চন্দননগরের এই সিঙ্গল স্ক্রিন। জানা গিয়েছে, হলের সংস্কার করা হয়েছে। পুরনো কর্মীরা তাঁদের কাজ ফিরে পেয়েছেন। বর্তমানে চন্দননগরের বুকে এই একটি মাত্র সিঙ্গল স্ক্রিন সিনেমা হল রয়েছে। এই প্রেক্ষাগৃহ বন্ধ থাকাকালীন হল মালিক অশোক নন্দীর কাছে পুনরায় হলটি চালু করার জন্য আবেদন করেন চন্দননগরবাসী।
আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মেয়ে মাসাবা, ‘শান্তি অনুভব করছি’, বললেন আবেগপ্রবণ নীনা
উল্লেখ্য, ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে চন্দননগরের একাধিক সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়ে গিয়েছে। স্বপ্না, জ্যোতি, জোনাকি তিনটে সিঙ্গেল স্ক্রিনের ঝাঁপ বন্ধ হয়ে যায়। তবে অস্তিত্বে লড়াইয়ে টিকে ছিল ‘শ্রী দুর্গা ছবিঘর’। যদিও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সিনেমা হলের মালিককে ওই জায়গায় মাল্টিপ্লেক্স গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সে সমস্ত লোভনীয় প্রস্তাবকে উপেক্ষা করে হল মালিক অশোক নন্দী হলটির সংস্কারে উদ্যোগী হন।
এই সিঙ্গেল স্ক্রিনে সংস্কারের ফলে নতুন করে বসবার সিট লাগানো হয়েছে। হলের অর্ধেক অংশ শীতাতাপ নিয়ন্ত্রিত করা হয়েছে। হলের ভিতর ব্যালকনি, কাপল জোন ও সাধারণ জায়গাও রাখা হয়েছে। নতুন করে এই হল চালু হওয়ায় খুশি স্থানীয়রাও। কাজ ফিরে পেয়ে খুশি হলের কর্মীরা।
For all the latest entertainment News Click Here