ফের চর্চায় আলিয়া, Gucci-এর রাষ্ট্রদূতের হাতের স্বচ্ছ ব্যাগ নজর কাড়ল সবার
ভারতের অন্যতম সেরা ফ্যাশনিস্তা হলেন আলিয়া ভাট (Alia Bhatt)। একাধিক কারণে আজকাল অভিনেত্রীকে শিরোনামে উঠে আসতে দেখা যায়। সম্প্রতি তাঁকে Gucci এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। আর সেই উপলক্ষ্যে অভিনেত্রী দক্ষিণ কোরিয়ার সেওলে প্রথমবার হাজির হলেন Gucci এর অ্যাম্বাসেডর হিসেবে। এখানেই Gucci ক্রুজ শো ২০২৩ (Gucci Cruise Show 2023) অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি এই দেশে উড়ে গিয়েছেন অভিনেত্রী। আর সেখানে গিয়ে তিনি সাজ, পোশাকে ধরা দিলেন তাতে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরা।
আলিয়া Gucci -এর এই শোতে যে পোশাক পরে গিয়েছিলেন বা যে সাজ সেজেছিলেন তাতে মন মজেছে অনেকেরই। এদিন তাঁকে একটি কালো রঙের মিনি ড্রেসে দেখা যায়। তাঁর জামায় রুপোলি রঙের রেশমের সুতোর কাজ দেখা যায়। এই জামায় একটি ক্লোজড নেকলাইন দেখ যায়। হাতকাটা এই জামাতে সবার নজর কেড়েছেন তিনি। এটার ভিতর তিনি একটি ল্যাভেন্ডার রঙের স্লিপ ড্রেস পরেছিলেন। তাঁকে কোরিয়ান ফিঙ্গার হার্ট পোজে ছবি তোলেন এই অনুষ্ঠানে। আর তাতেই তিনি বাজিমাত করলেন সকলের। মুহূর্তেই তাঁর এই অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়ে যায়।
এদিন আলিয়ার হাতে একটি Gucci -এর ব্যাগ ছিল। এটি একটি রুপোলি রঙের স্বচ্ছ ব্যাগ ছিল যা তাঁর গোটা সজটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। রুপোলি রঙের দুল দেখা যায় তাঁর কানে। পায়ে পরেছিলেন কালো এবং অকার রঙের প্ল্যাটফর্ম হিল। সিওলের জিয়ংবকগুং প্যালেসে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান।
তিনি এদিন একটি পনিটেল করেছিলেন। মেকআপের জন্য তিনি নিউড আই শ্যাডো, ব্ল্যাক আইলাইনার, কাজল, মাসকারা ব্যবহার করেছিলেন। গালে কন্ট্যুর এঁকেছিলেন তিনি। একদম হালকা মেকআপে এদিন তিনি তাঁর সহ সম্পন্ন করেছিলেন। আর সবটা মিলিয়েই Gucci -এর এই শোতে তাঁর সাজ অনন্য মাত্রায় গিয়েছিল বরাবরের মতো।
For all the latest entertainment News Click Here