ফের কি চেতন শর্মার হাতেই উঠছে নির্বাচক কমিটির ব্যাটন? জল্পনা তুঙ্গে
টি-টোয়েন্ট বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতার পরেই সরিয়ে দেওয়া হয় চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে। নতুন করে নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই। ইতমধ্যেই অনেক প্রাক্তন ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছেন। সামনেই দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার আগে নতুন নির্বাচক নিয়োগ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনে করা হচ্ছে নতুন বছরের প্রথম সপ্তাহে নতুন নির্বাচকমন্ডলীর নাম ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই খবর বোর্ড সূত্রের।
বৃহস্পতিবার মুম্বইয়ে সিএসি অর্থাৎ ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সদস্যরা বৈঠকে বসবেন। সেখানেই চূড়ান্ত তালিকা বেছে নেবেন অশোক মালহোত্রা, সুলগ্না নায়েক এবং জতীন পারাঞ্জপেদের কমিটি। মূলত এই বৈঠকে ঠিক হবে কারা চূড়ান্ত তালিকায় থাকবেন এবং ইন্টারভিউয়ের জন্য কারা নির্বাচিত হবেন।
বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ‘যদি সব ঠিক ঠাক থাকে, তাহলে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি চাইলেই ২৯ ডিসেম্বর ইন্টারভিউর প্রক্রিয়া সেরে ফেলতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে সিএসি সদস্যদের উপর। কারণ তারা যা ঠিক করবেন সেটাই হবে। এখানে বোর্ড কোনও হস্তক্ষেপ করবে না। আগামী বছর দেশের মাটিতে বিশ্বকাপ। তাই সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে সিএসি।’
অশোক মালহোত্রাদের কমিটি প্রত্যেকটি জোন থেকে এক জন করে নির্বাচক বেঁছে নেবেন। এক্ষেত্রে কারা এগিয়ে রয়েছেন তা প্রকাশ্যে আনেননি সেই বোর্ড কর্তা। তবে বিসিসিআই সূত্রে খবর, নির্বাচক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তাতে চেতন শর্মাও নাকি আবেদন করেছেন। সেক্ষেত্রে চেতন শর্মার নির্বাচক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই প্রসঙ্গে সেই বোর্ড কর্তা বলেন, ‘চেতন শর্মা ফের নির্বাচক হবেন কিনা তা ঠিক করবে সিএসি। কারণ এই পদের জন্য যে কেউ আবেদন করতেই পারেন। কিন্তু নিয়োগের দায়িত্ব সিএসির হাতে। সিএসি যদি মনে করে চেতন যোগ্য প্রার্থী সেক্ষেত্রে চেতনকে ইন্টারভিউ দিয়েই নিয়োগ করা হবে। এক্ষেত্রে নিয়ম সবার জন্যই সমান। আগে এই পদে ছিলেন মানেই তাঁর ইন্টারভিউ দিতে হবে না, এমনটা একেবারেই নয়। তবে চেতনকে নিয়োগ করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ওঁর অভিজ্ঞতা আছে। ফলে পুরনো কাউকে দায়িত্ব দেওয়া হলে সমস্যার কিছু থাকবে না। এক্ষেত্রে বিসিসিআই কোনও রকম আপত্তি জানাবে না।’
For all the latest Sports News Click Here