ফের কাঠগড়ায় ‘স্টাইল’ অভিনেতা সাহিল খান, মর্ফড ছবি ছড়ানোর অভিযোগে দায়ের হল FIR
ফের আইনি জটিলতায় অভিনেতা, ফিটনেস ইনফ্লুয়েন্সার সাহিল খান। ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বী পরিবারের মর্ফড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগ উঠল সাহিলের বিরুদ্ধে। এই ঘটনায় সাহিল সহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মণীশ গান্ধী নামে এক ব্যক্তি।
অভিযোগকারী, মমনীশ গান্ধীর দাবি, সাহিল খান এবং তাঁর সহযোগীরা তাঁর সঙ্গে বেশ কয়েক বছর ধরে সাইবার প্রতারণা করছেন। তাঁর পরিবারের সদস্যদের অশ্লীল ও ঘৃণ্য ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর কিশোর দুই ছেলে-মেয়ের মর্ফড ছবিও ছড়ানো হয়েছে। ঘটনায় আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন মণীশ গান্ধী নামে ওই ব্যক্তি। এখানেই শেষ নয়, অভিযোগ ফটোশপে তৈরি প্রতিবেদনের মাধ্যমে তাঁরা মণীশ গান্ধীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে বলে ভুয়ো খবর ছড়াচ্ছেন সাহিল খান ও তাঁর সহযোগীরা।
এই ঘটনায় সাহিল খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৫০০ (মানহানি), ৫০৬ (অপরাধমূলক ভয় দেখানো), ৫০৪ (ইচ্ছাকৃতভাবে কাউকে উস্কে দেওয়ার জন্য অপমান করা), ২২৮-এ (ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ছাপানো বা প্রকাশ করা) এর অধীনে মামলা দায়ের হয়েছে। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ও তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাতেও মামলা দায়ের হয়েছে।
তবে মণীশ গান্ধী ও তাঁর পরিবারের তরফে সাহিল খানের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। গত এপ্রিলে মণীশ গান্ধীর স্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করার অভিযোগ দায়ের হয়েছিল সাহিল খানের বিরদ্ধে। মণীশ গান্ধীর স্ত্রীর অভিযোগ ছিল, সাহিলের সঙ্গে তাঁর জিমে ঝগড়া হয়, তথনই সাহিল তাঁর ছেলেমেয়ের ক্ষতি করার হুমকি দেন।
প্রসঙ্গত, এর আগেও সাহিলের নামে একাধিক অভিযোগ উঠেছে। ২০২১ সালে এক জিম প্রশিক্ষককে হেনস্থা করা ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বলিউড অভিনেত্রী সানা খানের প্রাক্তন প্রেমিক ইসমাইল খানকে মারধর করার অভিযোগও রয়েছে সাহিলের নামে। ২০২১ সালে, প্রাক্তন মিস্টার ইন্ডিয়া প্রতিযোগী মনোজ পাতিলের মানহানি ও হয়রানির জন্যও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়, যিনি পরে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। ফিটনেস ইন্ডাস্ট্রির আরেক প্রতিদ্বন্দ্বী আয়েশা শ্রফের সঙ্গে প্রতারণার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে।
কাজের ক্ষেত্রে, সাহিল খান মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন। পরবর্তী সময়ে ‘স্টাইল’, ‘এক্সকিউজ মি’, ‘আলাদিন’ এবং ‘রামা: দ্য সেভিয়ার’-সহ একাধিক সিনেমাতেও কাজ করেছেন।
For all the latest entertainment News Click Here