ফের কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছেন বনি! এবারের প্রতিদ্বন্দ্বী সৌরভ দাস
কিছুদিন আগেই বনি সেনগুপ্তর ডাক পড়েছিল ইডির ঘরে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর নাম জড়িয়েছিল। অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে, তাঁর থেকে টাকাও নিয়েছিলেন বনি। এরপর গোটা বিষয় নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলে। চলে ট্রোল থেকে কটাক্ষ। দুবার ইডির অফিসে যেতে হয় অভিনেতাকে। এরপর যদিও তিনি কুন্তল থেকে নেওয়া টাকার পুরোটাই ফেরত দিয়ে দেন। এখন এই গোটা ঘটনাকে পিছনে ফেলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন অভিনেতা। তাঁর সামনে এখন নতুন পরীক্ষা।
বনি সেনগুপ্তকে দেখা যাবে এবার অধিনায়কের ভূমিকায়। আগামী রবিবার তাঁর চূড়ান্ত পরীক্ষা আছে অধিনায়ক হিসেবে। আসলে অংশু বাচ এবং শিব ক্রিয়েশনের তরফে আগামী রবিবার একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় হয়ে। এই ম্যাচে কেবল তারকারা অংশ নেবেন। টলিউডের ৪০ জন তারকাকে দেখা যাবে এই খেলায়। ১০ অভার করে খেলা হবে। থাকবে ৫টি দল। এদের মধ্যেই জমবে প্রতিযোগিতা। আর এই খেলাতেই একটি দলের হয়ে অধিনায়কত্ব করবেন বনি। অভিনেতার দলের নাম অল স্টারস। বনির বিপরীতে দেখা যাবে সৌরভ দাসের দলকে। তাঁর দলের নাম দ্য লাস্ট উইনার্স। এই ৫ দলের মধ্যে ক্রিকেট খেলায় কারা সেরা সেটা জানা যাবে আগামী রবিবার।
প্রসঙ্গত বনি ইডিকে জানিয়েছেন তিনি কুন্তল থেকে ৪০ লাখ টাকা নিয়েছিলেন। এবং সেই টাকা দিয়ে তিনি গাড়ি কেনেন। যদিও এই টাকা নেওয়ার বিষয়ে তাঁদের মধ্যে কোনও লিখিত চুক্তি ছিল না, তবুও অভিনেতা জানান মৌখিক চুক্তি ছিল। আর সেই চুক্তি অনুযায়ী তিনি কুন্তলের একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। এবং জানিয়েছিলেন পরবর্তীতে এই টাকার বিনিময়ে তিনি দুটি ছবি করবেন কুন্তলের হয়ে। কিন্তু ইডির জিজ্ঞাসাবাদের পর তিনি সেই টাকা ফেরত দিয়ে দেন।
For all the latest entertainment News Click Here