ফের একসঙ্গে আমির-কিরণ! হাতে হাত রেখে অনুষ্ঠানে হাজির প্রাক্তন জুটি
গত জুলাই মাসে ১৫ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টেনে আমির খান ও কিরণ রাও নিজেদের বিচ্ছেদের খবর ভাগ করে নিয়েছিলেন। ‘হ্যাপি গো লাকি’ এই জুটির এভাবে আলাদা হয়ে যাওয়ায় বেশ অবাক হয়েছেন অনেকেই । যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে আলাদা হলেও কাজের জায়গায় তাঁরা একসঙ্গে এখনও থাকবেন। ছেলের সমস্ত দায়িত্বও একসাথেই পালন করবেন। যদিও কেন একে-অপরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন সে নিয়ে কিছু জানাননি তাঁরা।
বিচ্ছেদের ঘোষণা হওয়ার পরেও আমির ও কিরণকে একসঙ্গে দেখা গিয়েছে একাধিকবার। কখনও ‘লাল সিং চাড্ডা’-র শ্যুটিংয়ে গানের সুরে একসঙ্গে নাচছেন আবার কখনও বা বাকি ইউনিটের সদস্যদের সঙ্গে হইহই করে খেলায় মাতছেন এই দু’জন। এবার ফের একবার একসঙ্গে দেখা গেল আমির-কিরণকে। এক সামাজিক অনুষ্ঠানে হাতে হাত রেখে হাজির হয়েছিলেন এই প্রাক্তন জুটি।
সম্প্রতি, বান্দ্রায় আয়োজিত হয়েছিল ‘লাল সিং চাড্ডা’-র এক ঘনিষ্ঠ বন্ধু বিয়ের অনুষ্ঠান। বহু বছর ধরে সেই সেই ব্যক্তির সঙ্গে আমিরের ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকার ফলে প্রায় একপ্রকার নিশ্চিত ছিল যে অনুষ্ঠানে দেখা দেবেন আমির। সূত্রের খবর, সবাইকে চমকে দিয়ে ওই অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন আমির-কিরণ। ওই অনুষ্ঠানে উপস্থিত বেশ কিছু অতিথিদের সঙ্গেও নাকি ফুরফুরে মেজাজে আড্ডা মারতে দেখা গেছে ঠান্ডা। পাশাপাশি এত সহজভাবে পার্টিতে ঘোরাফেরা করেছেন তাঁরা যে দেখেই মনেই হয়নি কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে তাঁদের।
আমির-কিরণের বিচ্ছেদের কারণ প্রসঙ্গে ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে নাকি জানা গেছে ২০১৯-এই নাকি একে-অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে শুরু করেছিলেন তাঁরা। একে-অপরের প্রতি কোনও বিদ্বেষ না থাকলেও, অনুভূতি নাকি হারিয়ে গিয়েছিল। একটা বন্ধুত্বের সম্পর্ক শুধু রয়ে গিয়েছিল। তখনই তাঁরা সিদ্ধান্ত নেন পৃথক হওয়ার। এই প্রতিবেদনে আমিরের কো-স্টার ফতিমার কথাও বলা হয়েছে। সূত্রের মতে, ফতিমার সঙ্গে আমিরের সম্পর্কের খবর সত্য! আর তাই একে-অপরের প্রতি ঘৃণা নিয়ে বা অবিশ্বাস নিয়ে না থেকে, আলাদা থাকার কথা ভাবতে শুরু করেছিলেন এই জুটি।
For all the latest entertainment News Click Here