ফের আত্মঘাতী অভিনেত্রী, ওড়িয়া নায়িকার মৃতদেহ উদ্ধার কাকার বাড়ি থেকে
পশ্চিম ওড়িশার জনপ্রিয় গায়িকা তথা ওড়িয়া অভিনেত্রী রুচিস্মিতা গুরুর মৃতদেহ উদ্ধার করা হয় তাঁর কাকার বাড়ি থেকে। তিনি সম্প্রতি তাঁর সেই আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। রহস্যজনক ভাবে সোমবার বিকেলে বালঙ্গির জেলার সেই বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এদিন ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়।
সূত্রের খবর অনুযায়ী রুচিস্মিতা হলেন সোনপুর জেলার বাসিন্দা। যদিও তিনি তাঁর পরিবারের সঙ্গে বালঙ্গির তালপালিতে থাকতেন। এই অভিনেত্রী তথা গায়িকা একাধিক আলব্যামে গান গেয়েছেন, কাজ করেছেন। সম্প্রতি তিনি তাঁর সেই কাকার বাড়িতে বেড়াতে যান বলেই খবর। সেখানেই তাঁর মৃতদেহ পাওয়া যায়।
বাড়ির লোক খবর দিলে বালঙ্গির টাউন পুলিশ সেখানে যায় এবং তাঁর মৃতদেহ উদ্ধার করে। এরপর তাঁর দেহকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। যদিও মঙ্গলবার সকাল ছাড়া অটোপসির রিপোর্ট মিলবে না বলেই জানা গিয়েছে পুলিশের তরফে। রাতের অন্ধকারে ময়নাতদন্ত হবে না বলেই জানানো হয়েছে।
আপাতত পুলিশের তরফে পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। তাঁরা জানতে চাইছেন তাঁর এই রহস্যমৃত্যুর নেপথ্যে কোন কারণ থাকতে পারে। কেন আচমকা এই অভিনেত্রী এমন এক চরম পদক্ষেপ নিলেন, কোন কারণ ছিল সেটা জানার চেষ্টা করছে পুলিশ।
তবে পুলিশের তরফে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে হয়তো কোনও যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল না তাঁর বাড়ির লোক মেনে নেয়নি। আর সেটা নিয়েই কোনও ঝামেলা চলছিল বলে তিনি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। যদিও এখনও সত্য ঘটনা কী, তাঁর মৃত্যুর নেপথ্যে কোন কারণ আছে সেটা এখনও জানা যায়নি।
For all the latest entertainment News Click Here