ফের অ্যান্ডারসনকে রিভার্স সুইপ পন্তের, ঘরের মাঠে ঔদ্ধত্য হজম ইংরেজের: ভিডিয়ো
২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালের জুলাই – কোনও পরিবর্তন হল না ঋষভ পন্তের। চূড়ান্ত ঔদ্ধত্যের সঙ্গে দু’বারই টেস্টে জেমস অ্যান্ডারসনের বলে রিভার্স সুইপ মারলেন। গত বছর ভারতের পিচে সেই কাজটা করেছিলেন। এবার ইংল্যান্ডের ঘরের মাঠে সেই রিভার্স সুইপ মারার ঔদ্ধত্য দেখালেন ভারতের সহ-অধিনায়ক।
(IND vs ENG ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে)
শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৭.৩ ওভারে অ্যান্ডারসনের লাইন-লেংথ বিগড়ে দিতে রিভার্স সুইপ মারেন পন্ত। স্লিপের উপর গিয়ে রিভার্স সুইপ মারেন। ঠিকমতো টাইমিং না হওয়ায় দু’রান নিতে হয়। তবে পন্ত যেটা চেয়েছিলেন, সেটা পুরোপুরি সার্থক হয়। দৃশ্যতই বিরক্ত দেখায় অ্যান্ডারসনকে। সেইসঙ্গে পরের দুটি বলে লাইন-লেংথ হারিয়ে ফেলেন। একটি বল লেগ স্টাম্পের অনেকটা দূর দিয়ে চলে যায়।
তারইমধ্যে পন্তের সেই শটের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। গত বছর ভারতের মাটিতে অ্যান্ডারসনকে যে রিভার্স সুইপ মেরেছিলেন, তা নেটিজেনদের স্মরণে চলে আসে। সেই দুই শটের ছবি বসিয়ে অনেকেই শেয়ার করতে থাকেন। এক নেটিজেন বলেন, ‘আবারও জিমি অ্য়ান্ডারসনের বিরুদ্ধে সেই রিভার্স সুইপ শট মারার চেষ্টা করলেন ঋষভ পন্ত। কখনও বিনোদন জোগাতে ব্যর্থ হন না।’
For all the latest Sports News Click Here