‘ফেম গুরুকুল’-এ কোয়েলের সঙ্গে প্রেমেলাপ তরুণ অরিজিতের! ভাইরাল পুরনো ভিডিয়ো
কথায় আছে ‘নিয়তির লিখন খণ্ডাবে কে’! ফেম গুরুকুল দিয়ে প্রথম খ্যাতি আসে অরিজিৎ সিং-এর জীবনে। তখন কোয়েলের সঙ্গেই সম্পর্কে ছিলেন গায়ক। যদিও পরে কোনও কারণে দূরত্ব আসে দুজনের মধ্যে। দুজনেই বিয়ে করেন আলাদা-আলাদা। তবে অরিজিৎ আর কোয়েল কেউই সুখী হতে পারেননি প্রথম বিয়ে থেকে। দুজনেই আলাদা হয়ে যান। তারপর ঘর বাঁধেন একসঙ্গে।
সম্প্রতি অরিজিতের ফেম গুরুকুলের একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ছুটে এসে কোয়েলের কাছ থেকে আসা ফোন ধরছেন অরিজিৎ। ফোনেই জানতে চাইছেন, ‘গান কেমন লাগছে?’ যাতে কোয়েল জবাব দেন, ‘খুব ভালো লাগছে। কিন্তু রেজাল্ট যা আসছে তা জিয়াগঞ্জের কারও ভালো লাগছে না।’ সঙ্গে বলেন, ‘বাড়িতে ফিরে আর একা ঘর থেকে বেরিও না…’
আরও পড়ুন: অরিজিতের ‘আপনা বানা লে পিয়া’ গাইছেন মহিলা ক্রিকেটার জেমিমা গিটার বাজিয়ে, দেখুন
ফেম গুরুকুলের অন্দরে চলা ‘রাজনীতি’ নিয়েও কথা বলেন কোয়েল-অরিজিৎ ফোনে। সঙ্গে ‘বন্ধুকে’ পারমর্শও দেন পরবর্তী সময়ে কীভাবে চলতে হবে গেম শো-তে। কথা বলার সময় বারবার অরিজিৎকে বলতে শোনা যাচ্ছিল, ‘আমি ঠিক আছি, চিন্তা করো না’।
ব্যক্তিগত জীবনে লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ আর কোয়েল দুজনেই। তবে দুজনের নামেই রয়েছে হাজার ফ্যানপেজ। যেখান থেকে দুজনের নানা মুহূর্ত শেয়ার করা হয়। আর ভিডিয়ো বা ছবিগুলি সামনে আসার পরই ভাইরাল হয়ে যায় কয়েক ঘণ্টায়। লাখোলাখো ভালোবাসা আসে ভক্তদের থেকে।
বান্ধবী কোয়েলকে ২০১৪ সালে বিয়ে করেন গায়ক। তারাপীঠে খুবই সাধারণ ভাবে বিয়ে করেন তাঁরা। দুই ছেলে জুল ও আলিকে নিয়ে সংসার। আর পাঁচটা স্বামী-স্ত্রীর মতোই স্কুটারে কোয়েলকে চাপিয়ে জিয়াগঞ্জের এপ্রেন্তে ওপ্রান্তে ঘুরে বেড়ান। ছেলেদের স্কুলে নিয়ে যান। বাজার করেন।
দিনকয়েক আগেই অরিজিতের শিলিগুড়ি কনসার্ট থেকে কোয়েলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। স্বামীর সব কনসার্টেই থাকার চেষ্টা করেন কোয়েল। শিলিগুড়িতে তাঁকে পাওয়া গিয়েছিল বেশ ফুরফুরে মেজাজে। শুধু গান শুনছেন না রীতিমতো গলা মেলাচ্ছেন আর পাঁচ জন অনুরাগীর মতোই। নাচও করছেন কখনও ‘কেশরিয়া’, কখনও ‘ঝুমে জো পাঠান’ তো কখনও ‘ম্যায় ফির ভি তুমকো চাহুঙ্গা’-র তালে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here