ফুল-আলোয় সাজানো খাট! ফুলশয্যার রাতের ভিডিয়ো দিলেন ইষ্টি কুটুম ‘বাহা’ সুদীপ্তা
জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসেছেন ইষ্টি কুটুম ধারাবাহিকের বাহা ওরফে সুদীপ্তা চক্রবর্তী। যদিও এই চরিত্রে প্রথমে রণিতা দাসকে দেখা গিয়েছিল, পরে মুখবদল হয়ে আসেন সুদীপ্তা। আইবুড়ো ভাতের অনুষ্ঠান থেকে গায়ে হলুদ, সব কিছুর ছবি-ভিডিয়োই তিনি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রেমিক স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে কাটানো বিশেষ বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। আর এবার দিলেন ফুলশয্যার দিনের ভিডিয়ো।
দেখা গেল ফুলের সাজে সেজেছেন সুদীপ্তা আর স্বর্ণশেখর। হলুদের সঙ্গে গোলাপি পাড়ের গোলাপি ব্রাইডাল শাড়ি পরে আছেন নতুন বউ। আর নতুন বরের পরনে গ্রে রঙের পাঞ্জাবি ও সাদা চোস্ত।
সুদীপ্তা হাত ধরে নিয়ে গেলেন স্বর্ণকে বেডরুমে। ঘর সাজানো হয়েছে আলো, বেলুন আর ফুল দিয়ে। হার্ট বেলুনে ছয়লাপ ঘরের ছাদ। এরপর কাছে ডেকে স্বর্ণশেখরকে জড়িয়ে ধরেন ছোট পরদার বাহামণি। আবছা নীল রঙের আলোয় ভরে উঠেছিল গোটা ঘর। এই ভিডিয়ো ভাইরাল এখন সোশ্যাল মিডিয়াতে। ইন্সটাগ্রাম রিলের ব্যাকগ্রাউন্ড ‘কুছ ইস তরাহ’ গানটি লাগিয়েছেন। আর ভেসে উঠেছে ‘সেই 11 -এ পড়া ছেলেটা’ লেখা কথা।
অভিনেত্রীকে যাঁকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনিও এই বিনোদন জগতেরই। তিনি পার্থসারথি জোয়ারদারের ছেলে। স্বর্ণশেখর নিজেও অভিনয় করেন। সম্পর্ক নিয়ে তাঁদের কখনই তেমন রাখঢাক করতে দেখা যায়নি।
ভাত কাপড়ের একটি ভিডিয়োও পোস্ট করেছেন সুদীপ্তা। যেখানে স্বর্ণশেখরকে হাতে ভাতের থালা নিয়ে বলতে শোনা যাচ্ছে, তুই আমার ভাত-কাপড়ের দায়িত্ব নে। আমি তোকে আগলে রাখার দায়িত্ব নিলাম।
For all the latest entertainment News Click Here