ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে গিয়ে মাঠেই হার্ট অ্যাটাক! প্রয়াত জনপ্রিয় অভিনেতা
প্রয়াত জনপ্রিয় মালায়ালি অভিনেতা-কমেডিয়ান মামুক্কোয়া (Mamukkoya)। চলতি সপ্তাহের শুরুতেই ফুটবল মাঠেই লুটিয়ে পড়েছিলেন অভিনেতা। এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন তিনি। তবে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন। কার্ডিয়াক অ্যারেস্টের ধাক্কা সামলাতে পারলেন না, বুধবার কেরলের কোজিকোডের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর। বয়স হয়েছিল ৭৭ বছর।
গত সোমবার (২৬শে এপ্রিল) ফুটবল মাঠ থেকে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাখা হয়েছিল ভেন্টিলেটরে। শুরুতে চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন তিনি, তবে পড়ে যাওয়ার কারণে মাথায় রক্তক্ষরণ হয় অতিরিক্ত। এর জেরেই দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন অভিনেতা। সেই ধাক্কা একেবারেই সামলাতে পারলেন না। চিকিৎসকদের অপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না, বুধবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন বর্ষীয়ান অভিনেতা। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে টুইট বার্তায় জানানো হয়, ‘৭৭ বছর বয়সে কোজিকোড়ে মৃত্যু হয়েছে মালায়ালি অভিনেতা মামুক্কোয়ার’।
মালায়ালি ছবির অন্যতম পরিচিত মুখ মামুক্কোয়া। তাঁকে মালায়ালাম ইন্ডাস্ট্রির ‘লাফটার কিং’ বলেও অভিহিত করা হয়। কোজিকোড়ের ভূমিপুত্র মামুক্কোয়া কাজ করেছে ৪০০-র বেশি মালায়ালি ছবিতে। রঙ্গমঞ্চের সঙ্গে অভিনয়ে হাতেখড়ি তাঁর। ১৯৭৯ সালে থিয়েটারে অভিনয় শুরু করেন প্রয়াত অভিনেতা। মালাবার অ্যাকসেন্টে সংলাপ বলার জন্য বিখ্যাত ছিলেন মামুক্কোয়া। একধিক জনপ্রিয় চরিত্রে কাজ করেছেন তিনি।
আরও পড়ুন- ‘কম মানুষই পারে এক জীবনে প্রবাদ বা রূপকথা হয়ে উঠতে…’, চলে গেলেন হ্যারি বেলাফন্টে
সাম্প্রতিকালে ‘হালাল লাভ স্টোরি’, ‘কুরুথি’, ‘মিন্নাল মুরালি’-র মতো হিট মালায়ালি ছবিতে দেখা মিলেছে তাঁর। গত বছর তামিল ছবি ‘কোবরা’তে কাজ করেছিলেন এই কমেডিয়ান। শুধু দক্ষিণী ছবিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি মামুক্কোয়া। তাঁর ঝুলিতে রয়েছে ‘Flammen im Paradies’-এর মতো বহুল সমালোচিত ফরাসি ছবিও।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া কলিউলে। মামুথি, মঞ্জু ওয়ারিয়ার-সহ একাধিক তারকা শোকপ্রকাশ করেছেন ‘সুলতান অফ কমেডি’ মামুক্কোয়ার প্রয়াণে।
For all the latest entertainment News Click Here