ফুটবলার দীপেন্দু বিশ্বাসের চরিত্রে অভিনয়, ‘দীপু’ হয়ে আসছেন রোহন ভট্টাচার্য
ময়দানের গল্প এবার রূপোলি পর্দায়। বাংলার ফুটবলার দীপেন্দু বিশ্বাসের জীবনকেই পর্দায় তুলে ধরবেন পরিচালক শ্রী প্রীতম। এই মুহূর্তে মহমেডান ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস। অতীতে তিন প্রধানের হয়ে খেলেছেন। রূপোলি পর্দায় তাঁর জীবনীচিত্র আসছে, ছবির নাম ‘দীপু’। ছবিতে দীপেন্দু বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রোহন ভট্টাচার্য।
নেটমাধ্যমের পাতায় নতুন ছবির পোস্টার শেয়ার করেছেন রোহন। লিখেছেন, ‘দীপিু- আশা কখনও মরে না। এবার সিনেমা হবে বন্ধুরা, সাথে থেকো সবাই’। ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতাকে। এরই মধ্য়ে আসন্ন প্রোজেক্টের ঘোষণা সারলেন তিনি।
আরও পড়ুন: দেখতে দেখতে একবছর বয়স হল যমজ সন্তানের, নেটমাধ্যমে আবেগঘন পোস্ট মাম্মি প্রীতির
ইতিমধ্যেই ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন রোহন। ফুটবলারদের মতো চেহারা তৈরি করার চেষ্টা করছেন। দীপেন্দু বিশ্বাসের সঙ্গে বার্তালাপও সেরেছেন। এই ধরনের চরিত্র পেয়ে রীতিমতো খুব খুশি অভিনেতা।
একাধিক মাধ্যমে কাজ করেছেন অভিনেতা। টেলি পাড়ায় দীর্ঘ এক দশকের বেশি জার্নি তাঁর। ধারাবাহিক, ওয়েব সিরিজ, রিয়্যালিটি শোয়ের পর বড় পর্দায় দর্শক দেখতে পাবে তাঁকে। অনুরাগীরদের রোহন আশ্বস্ত করেছেন, ছোট পর্দায় ফেরার জন্য উৎসুক তিনি নিজেও। মনের মতো চরিত্র পেলেই আবার দর্শক দেখতে পাবে তাঁকে। আপাতত নতুন ছবিকে পাখির চোখ হিসেবে দেখছেন রোহন।
For all the latest entertainment News Click Here