ফিল্মি পরিবারের সদস্য নই, কাজ পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে, বিস্ফোরক আফতাব!
ওটিটি প্ল্যাটফর্মে ধীরে ধীরে বেশ জাঁকিয়ে বসছেন আফতাব শিবদাসানি। সম্প্রতি, ‘পয়জন ২’ এবং ‘স্পেশ্যাল অপস ১.৫’ সিরিজে আফতাবের অভিনয় দারুণভাবে গৃহীত হয়েছে দর্শকদের মধ্যে। ছবি সমালোচকের দলও অকুন্ঠ প্রশংসা করেছেন আফতাবের পারফরমেন্সের। বহু বছর ধরেই বলিপাড়ার অন্যতম পরিচিত মুখ আফতাব। তবে অনেকেই জানেন না, নায়ক হিসেবে আত্মপ্রকাশ করার আগে শিশুশিল্পী হিসেবেও ‘মিঃ ইন্ডিয়া’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি।তবে সম্প্রতি ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আফতাব জানিয়েছেন, তাঁর জন্য এই যাত্রাপথটি মোটেই সহজ ছিল না।
আফতাবের কথায়, ‘ একসময়ের শিশুশিল্পী হলেই যে নায়ক হিসেবে সেই ব্যক্তি সফল হবে, এমন কোনও কথা নেই। তবে হ্যাঁ, স্কুলে থাকাকালীন বিভিন্ন ছবির জন্য অডিশন দিতাম। ক্যামেরার সামনে দাঁড়াতে সেই সময় থেকেই ভারি ভালো লাগত।১৯৯৯ সালে একটি ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনে আমাকে প্রথম লক্ষ্য করেন রাম গোপাল বর্মা। এরপরেই ‘মস্ত’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয়ের সুযোগ পাই। তারপর থেকে জীবন বদলালেও কেরিয়ারে পথ চলা কিন্তু কঠিন বৈ সহজ হয়নি। তার কারণ আমি কোনও ফিল্মি পরিবারের সদস্য নই। তাই সেভাবে আমাকে বলিউডে রাস্তা দেখানোর কেউ ছিলেন না। নিজেকেই কেরিয়ারের বিভিন্ন বাঁকে পরিকল্পনা করতে হয়েছে।তবে এই নিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনও আফশোস নেই আমার।’
সামান্য থেমে আফতাব আরও যোগ করেন,’ তবে সঙ্গে একথাও কবুল করব, ঠিকথাকে ছবিতে কাজের সুযোগও সবসময় পাইনি। তবু দোমে যাইনি, আশা ছাড়িনি। কারণ নিজের প্রতি অটুট বিশ্বাস ছিল যে ভবিষ্যতে ভালো কাজ করবই আর সঙ্গে ভক্তরা রয়েছেন। আজ সেই কঠিন সময় পেরিয়ে এসেছি। ঈশ্বরের কাছে যেমন কৃতজ্ঞ তেমন ধন্যবাদ সেইসব মানুষদের যাঁর আমাকে ওই দুঃসময়ে ভরসা জুগিয়েছিলেন। ‘
For all the latest entertainment News Click Here