ফিল্মি পরিবারের অংশ হয়েও লড়াই করেছেন আলিয়া,’দেড় মিনিট সময় দিয়েছিলেন এক পরিচালক’
২০২০ সালে ‘জওয়ানি জানেমন’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রেখেছেন আলিয়া এফ। তাঁর পরিবারকে ‘ফিল্মি পরিবার’ বললে এতটুকুও অত্যুক্তি করা হবে না। আলিয়ার মা পূজা বেদী নব্বইয়ের দশকে বড়পর্দা কাঁপিয়েছিলেন এবং অভিনেত্রীর দাদুর নাম কবীর বেদী। বলিউডর নানান ছবিতে সত্তর ও আশির দশকে চুটিয়ে কাজ করার পাশাপাশি হলিউডের অন্যতম বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি ‘জেমস বন্ড’-এর ‘অক্টোপুসি’তেও অন্যতম ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন কবীর। এহেন পরিবারের সঙ্গে যে বলিউডের বিভিন্ন হোমরা চোমরার ভাব থাকবে, সেটাই স্বাভাবিক। তবে আলিয়ার দাবি, তাঁর পরিবারের সঙ্গে বলিউডের দারুণ যোগ থাকলেও কাজ পেতে তাঁকেও বেশ পরিশ্রম করতে হয়েছে।
আলিয়ার কথায়, ‘রুপোর থালায় করে খাবার বেড়ে দেওয়ার মতো কেউ আমাকে কাজ এগিয়ে দেয়নি।’ যদিও ‘স্বজনপোষণ’-এর কথাও নিজের বক্তব্যে ছুঁয়ে গিয়েছেন তিনি। স্পষ্ট কথায় জানিয়েছেন বলিউডের পরিবারের অন্তর্গত হওয়ার ফলে বলিপাড়ায় তাঁর পা রাখতে হয়ত সুবিধে হয়েছে কিন্তু ছবির কাজের প্রস্তাব যেচে তাঁর কাছে আসেনি। খোলাখুলিভাবে আলিয়া বলেছেন, ‘মানুষজন আমাকে নেপোটিজম-এর প্রোডাক্ট বললেও মজার কথা বাকিদের মতো এই সুবিধে আমার ভাগ্যে জোটেনি। এবং এটাই সত্যি। প্রথম ছবির প্রস্তাব পাওয়ার জন্য প্রচুর কাঠখড় পড়াতে হয়েছিল আমাকেও।’
সামান্য থেমে বলি-সুন্দরীর সংযোজন, ‘প্রথম যে ছবি পরিচালকের সঙ্গে আমার কাজের ব্যাপারে কথা হয়েছিল, সেই আলোচনা দেড় মিনিটের বেশি টেকেনি। ওর মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। তখনই টের পেয়েছিলাম সামনের পথ সহজ নয়। নানান ছবির জন্য অডিশন আমিও দিয়েছি। সেটা অন্য গল্প। মোট কথা বড়পর্দায় সুযোগ পাওয়াটা আমার জন্য সহজ ছিল না। তবে হ্যাঁ, তখনও নিজেকে এই বলে উদ্দীপ্ত করতাম যে আমার থেকেও অনেকে বেশি কঠোর পরিশ্রম করছে, সেই তুলনায় একটু হলেও সুবিধে পেয়েছি, এগিয়ে রয়েছি। তাই আমাকেও প্রাণপণ খাটতে হবে, চেষ্টা করে যেতে হবে।’
২০২০ সালে সইফ আলি খান অভিনীত ‘জওয়ানি জানেমন’ ছবিতে অভিনয়ের সুবাদে বলিপাড়ায় পা রাখেন আলিয়া। এবার শশাঙ্ক ঘোষের পরিচালনায় ‘ফ্রেডি’ ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে তাঁকে। গত বছরের অগস্ট মাসেই নিজের এই প্রজেক্টের কথা ঘোষণা করেছিলেন আলিয়া।
For all the latest entertainment News Click Here